Hare to Whatsapp
রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে ২০০ তম সফল অস্ত্রোপচার
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১২, : রাজ্যে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে ২০০ তম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই এই হাসপাতাল উত্তর পূর্বাঞ্চলে, এমনকি বিদেশের রোগীদেরও আস্থা অর্জনে সমর্থ হয়েছে। সাব্রুমের মনু বাজারের বাসিন্দা ২৯ বছর বয়স্ক এক যুবকের সম্প্রতি থাইরয়েডে ক্যান্সার ধরা পড়ে। এবছর তিনি আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে চিকিৎসার জন্য আসেন। তার এই টিউমারটি বুকের ভেতর ও গলায় অনেকদুর বিস্তৃত ছিল। ক্যান্সার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এমনভাবে স্ফীতিগুলি ছিল যে এই অস্ত্রোপচার যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত গত ৯ ডিসেম্বর ক্যান্সার হাসপাতালের অস্কোসার্জন ডাঃ আশিস কুমার গুপ্তা ও ডাঃ প্রীতেশ রাজীব সিং অস্ত্রোপচার করেন।
অ্যানেসথসিওলজিস্ট ছিলেন ডাঃ মৃণাল কান্তি দেববর্মা ও ডাঃ পার্থ দেববর্মা। দীর্ঘ ৯ ঘন্টা ব্যাপী এই সফল অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য একের পর এক সফল অস্ত্রোপচারের ফলে রাজ্যে ক্যান্সার হাসপাতালটি রোগীদের বহিরাজ্যের চিকিৎসার উপর নির্ভরশীলতা কমিয়েছে, এমনকি বিদেশ থেকেও রোগীরা এই হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। রাজ্য সরকার মুম্বাই এবং নয়াদিল্লী থেকে দু’জন বিশিষ্ট অপ্পোসার্জন নিযুক্ত করায় ক্যান্সারের দুরুহ অস্ত্রোপচারের সুফল রাজ্যবাসী লাভ করছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।