Hare to Whatsapp
তৃণমূল কংগ্রেস সম্পর্কে সচেতন থাকতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৭, : তৃণমূল কংগ্রেস সম্পর্কে সচেতন থাকতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা। বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সোনালী করমর্দন চলছে বলে তিনি উল্লেখ করেন।
রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা। মঙ্গলবার দুপুরে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কল্যাণ চায়না। তারা রাজ্যের কংগ্রেস দলকে দুর্বল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। শুধু রাজ্যেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস দলকে দুর্বল করতে এমনকি বিরোধী ঐক্যকে দুর্বল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। সেজন্যই তৃণমূল কংগ্রেস মেঘালয়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি অন্তরালে কংগ্রেস দলকে দুর্বল করার চক্রান্ত করে চলেছে। এ ধরনের চক্রান্ত সম্পর্কে কংগ্রেস দল ভালোভাবেই জানে।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস দলই একমাত্র মানুষের ভরসাস্থল। কংগ্রেস কে শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব। বিরজিত আরো বাবু বলেন দেশের বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী উদ্যোগ গ্রহণ করেছেন এবং বৈঠক আহ্বান করেছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন সোনিয়া গান্ধী যখন ঐ বিজেপি বিরোধী ঐক্য মজবুত করার জন্য বৈঠক আহ্বান করেন তখনই মমতা ব্যানার্জি বৈঠকে শামিল হন না। মমতা ব্যানার্জির ভূমিকা সম্পর্কে দেশের জনগণ সম্পূর্ণভাবে অবগত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে মমতা ব্যানার্জি এবং তার দলের ভূমিকা নিয়ে দেশবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
প্রসঙ্গক্রমে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সোনালী করমর্দন রয়েছে। মমতা ব্যানার্জি বিরোধী ঐক্যে ফাটল ধরানোর জন্য সবসময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। ত্রিপুরায় এসে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী স্লোগান কার্যত বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই বিরোধীদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন। সে কারণেই রাজ্যের জনগণকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
রাজ্যে কংগ্রেসের শক্তি আরও সংহত করার জন্য তিনি রাজ্যের শান্তিকামী সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।