Hare to Whatsapp
সমুদ্রে গভীর নিম্নচাপের ফলে গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৬, : সমুদ্রে গভীর নিম্নচাপের ফলে গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের ফলে মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে পাশাপাশি গ্রামের কৃষকদের অত্যন্ত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে কৃষকরা তাদের সোনালী ফসল ধান ঘরে তোলার সময় আর এই ধান কাটার সময়ে সমুদ্রের গভীর নিম্নচাপ এর ফলে গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত আর তাতে কৃষকরা তাদের ফলানো ফসল ধান ঘরে তুলতে পারছে না। ঠিক এমনই একটি দৃশ্য উঠে আসলো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকা থেকে। ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন গতকাল থেকে বৃষ্টিপাতের ফলে তারা তাদের ফলানো ফসল ধান নষ্ট হয়ে যাবার মত অবস্থা হয়ে পড়েছে কেননা ওই এলাকার সন্তশ সরকার নামে এক কৃষক জানিয়েছেন এলাকায় অনেক কৃষকরাই এখনো পর্যন্ত ধান কাটতে পারেনি তাই জমির মধ্যেই কৃষকদের ধান জলে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক কৃষকরা ধান কাটার পর জমিতে ফেলে রেখে এসেছে বৃষ্টির কারণে আর সেই ধানগুলিও বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি কৃষকরা তাদের গৃহপালিত গবাদি পশুর খাবারের জন্য ধান গাছের খর রোদ্রে শুকানোর জন্য দিয়েছিল সেগুলিও বৃষ্টির জলে ভিজে পচন ধরেছে। তাই দুই দিনব্যাপী এই বৃষ্টিপাতের ফলে কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এলাকার সমস্ত কৃষকরা তাদের কৃষি কাজের উপর নির্ভরশীল। ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকরা তাদের ফলানো ফসল নষ্ট হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে কাঞ্চনমালা এলাকার স্থানীয় কৃষকরা।