Hare to Whatsapp
সম্পূর্ণ বিনা খরচে আগরতলা সিটি রোটারি ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী ডায়াবেটিস ও রেটিনোপ্যাথি চিকিৎসা শিবির ও কর্মশালা
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৪, : রোটারি ক্লাব অফ আগরতলা সিটি (RCAC)-র উদ্যোগে ‘অল ত্রিপুরা অপথ্যালমোললাজিক্যাল সোসাইটি' ও ইন্ডিয়ান ‘মেডিক্যাল এসোসিয়েশন' ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগামী ১১ এবং ১২ ডিসেম্বর ২০২১ আগরতলায় আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি' বিষয়ক আলোচনা সভা, কর্মশালা এবং বিনামূল্যে চিকিৎসা শিবির। এই কর্মশালায় প্রায় দুই শতাধিক রোটারিয়ান অংশগ্রহণ করবেন।
আগামী ১১ই ডিসেম্বর আগরতলার সোনার তরী হোটেলে সন্ধ্যা ৬টায় দুদিনব্যাপী এই কর্মসূচীর সূচনা করবেন রাজের তথ্য-সংস্কৃতি মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন TRTC-র চেয়ারম্যান তথা আগরতলা পুরসভার
কাউন্সিলার শ্রী দীপক মজুমদার মহাশয়। এই কর্মসূচীর প্রথম দিনে আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি আলোচনা সভা-
প্রথম আলোচনা সভায় বক্তব্য রাখবেন আগরতলার ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. বাসব ঘোষ। তিনি ডায়াবেটিস ও কোভিড সম্পর্কে আলোচনা করবেন। ডায়াবেটিস রোগীদের দাঁতের যত্ন সম্পর্কে আলোচনা করবেন ডাঃ সঞ্জয় কুন্ডু। কোলকাতা মেডিকা হাসপাতালের এন্ডোক্রাইনোলোজিস্ট ডাঃ উত্তীয় গুপ্ত ডায়াবেটিস রোগীদের দৈনন্দিন জীবনযাপন ও প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কে বক্তব্য রাখবেন। মেডিকা ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌরভ দত্ত ডায়াবেটিস ও ক্যান্সার বিষয়ের উপর আলোচনা করবেন।
আলোচনা সভায় দ্বিতীয় পর্যায়ে ডায়াবেটিস রেটিনোপ্যাথী’ সম্পর্কে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন কোলকাতার ‘সুশ্রুত আই হসপিটালের’ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রতীশ পাল, ডাঃ অনিরুদ্ধ মাইতি ও বি বি আই ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রুপক বিশ্বাস। আমাদের রাজ্যের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ ফনী সরকার এই আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া শিলং, তিনসুকিয়া ও শিলিগুড়ি থেকে আগত বিশিষ্ট চিকিৎসকরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আমাদের দেশে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথী। ডায়াবেটিক নিয়ন্ত্রন এবং উপযুক্ত সময়ে চোখের চিকিৎসা করালে এই রেটিনোপ্যাথী সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমানো যায়।
কর্মসূচীর দ্বিতীয় দিনে আর.এম.এস. চৌমুহনী সংলগ্ন ‘কমপ্লিট ডায়াবেটিক কেয়ারে’ পূর্ব নথিভুক্ত ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন মেডিকা হাসপাতালের ডায়াবেটলজিস্ট ডাঃ উত্তয় গুপ্ত ও অন্যান্য চিকিৎসকরা।
আস্তাবলস্থিত ‘টেরেসা হেলথ কেয়ারে’ ডায়াবেটিস জনিত চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন এমন ১০০ জন রোগীকে রাজ্য ও বহিরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা চিকিৎসা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এদের মধ্যে যাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে তাদের ‘টেরেসা হেলথ কেয়ারে’ বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে এই সেন্টারের তরফ থেকে।
রোগী নির্বাচন ও নাম নথীভুক্ত করানো হচ্ছে-‘আনন্দময়ী রোটারী ক্লিনিক’ টাউন হলের পাশে প্রতিদিন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।