Hare to Whatsapp
স্ত্রী-র কাছে যাওয়ার ছুটি না পেয়ে কোম্পানি কমান্ডার-সহ ২ সুবেদারের দেহ ঝাঁঝরা করে জওয়ানের আত্মসমর্পণ
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৪, : মায়ের কাছে যাওয়ার ছুটি না পেয়ে চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন সেকালের এক ঈশ্বরচন্দ্র। আর, স্ত্রী-র কাছে যাওয়ার ছুটি না পেয়ে এ কালের সুকান্ত ঘটালেন ভয়ঙ্কর কান্ড। ত্রিপুরা স্টেট রাইফেলস-এর পঞ্চম ব্যাটেলিয়নের কনস্টেবল সুকান্ত দাস গুলিবৃষ্টি করে মেরেই ফেললেন কোম্পানি কমান্ডার-সহ ২ জন সুবেদার-কে। ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ। আগরতলা থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে। সিপাহিজলা জেলার কোণাবনে ওএনজিসি-র একটি সেন্টারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের একটি কোম্পানি। জানা যায়, কনস্টেবল সুকান্ত দাস ছুটি চেয়েছিল। তার স্ত্রী পুলিশ কনস্টেবল মল্লিকা রিয়াং চাকরি করেন উদয়পুরে, রাধাকিশোরপুর থানায়। স্ত্রী-র কাছেই নাকি যেতে চেয়েছিল সুকান্ত। কিন্তু, কোনও একটা প্রশিক্ষণের কথা বলে তাকে আটকে রাখেন কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মার্কাস সিং জমাতিয়া। এদিন সকালে ছুটির বিষয় নিয়েই তর্কাতর্কির পর কনস্টেবল সুকান্ত দাস মাথা গরম করে নিজের ইনসাস রাইফেল থেকে গুলিবৃষ্টিতে কোম্পানি কমান্ডার মার্কাসের দেহ ঝাঁঝরা হয়ে দেয়। একইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সুবেদার কিরণ জমাতিয়াও। তাঁকে হাঁপানিয়ার আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। তিনি মিডিয়াকে জানান, ঘটনার পর সুকান্ত দাস তার রাইফেল নিয়ে মধুপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। সুপার আরও জানান, জওয়ান সুকান্ত দাসের ছুটি মঞ্জুর হয়েছিল । তবুও তাকে কেন আটকে রাখা হয়েছিল তিনি এখনও জানতে পারেননি। জওয়ান সুকান্ত দাস-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলে টিএসআর এবং পুলিশের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বিশালগড় গোকুলনগরে টিএসআর ১ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে দুই নিহত সুবেদার-কে গান-স্যালুট দেওয়া হয়েছে।