Hare to Whatsapp
এইচআইভি সংক্রমিতদের উন্নততর চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যে একটি জাতীয়মানের প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ২, : এইচআইভি সংক্রমিতদের উন্নততর চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যে একটি জাতীয়মানের প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রজ্ঞাভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোগ প্রতিরোধক ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবসে এবারের ভাবনা ‘বৈষম্য দূরীকরণ এইডস নির্মল করা ও অতিমারীগুলি রুখে দেওয়া’। এইচআইভি সংক্রমিত হয়েও সেবামূলক অনন্য নজির স্থাপন ও নেশা আসক্তির পথ থেকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসা বেশ কয়েকজনকে এদিন সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইডস কন্ট্রোল সোসাইটির একটি ওয়েবপোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন। ‘ত্রিপুরায় ড্রাগস এবং এইচআইভি-র কোনও স্থান নেই’ বিশ্ব এইডস দিবসে এই অঙ্গীকার নিয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ড্রাগসের মতো অশুভ শক্তি থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে মহিলা সহ সবার সমিলিত আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। সম্প্রতি এইচআইভি সংক্রমণের পরিসংখ্যানের দিকে সজাগ দৃষ্টি রয়েছে রাজ্য সরকারের। সংক্রমিতদের দ্রুত সনাক্তকরণের মাধ্যমে যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এনএসএস সহ স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনগুলিকে যুক্ত করা যেতে পারে। সংক্রমিত হওয়ার সম্ভাবনাকে গোপন না রেখে সঠিক সময়ে চিকিৎসার সুযোগ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।