Hare to Whatsapp
সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেঃ উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ২, : সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জীবনে আত্মনির্ভর হতে ও ভালো কাজের জন্য প্রয়োজন সুস্থ শরীর। একমাত্র খেলাধুলার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব। ১ ডিসেম্বর চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাস্কেটবল কোর্টে ৩ দিন ব্যাপী অনুর্ধ ১৭ বালক ও বালিকাদের রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত বাস্কেটবল কোর্টেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চল হচ্ছে ভারতবর্ষের পাওয়ার হাউজ অব স্পোর্টস। উত্তর পূর্বাঞ্চলের মেরি কম, সোমদেব দেববর্মণ, দীপা কর্মকার, হিমা দাসের মতো ক্রীড়া প্রতিভা দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন। পড়াশোনা বা ক্লাসরুমের পাশাপাশি শৃঙ্খলা অর্জনের জন্য চাই খেলাধুলার অভ্যাস। তিনি বলেন, আগামীদিনে রাজ্যে বাস্কেটবল সহ অন্যান্য খেলাধুলার বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। তিনি এ সমস্ত খেলাধুলায় ছাত্রছাত্রীদের আরও বেশি করে অংশগ্রহণ করানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াই, ধলাই, গোমতী, সিপাহীজলা, পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরা জেলার ১০৯ জন বালক বালিকা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজ্যের দুজন বিশিষ্ট ক্রীড়াবিদের হাতে স্মারক তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া আধিকারিক ড. ভারতী নিগম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী কর দাস, বিশিষ্ট সমাজসেবী অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, চড়িলাম ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, বিশিষ্ট বাস্কেটবল খেলোয়াড় লিটন সরকার ও ত্রিপুরা স্কুল স্পোটস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত।