রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২, : রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মূলত নাগরিক পরিষেবাকে সহজ ও স্বাচ্ছন্দ্যবোধ করানোর লক্ষ্যেই সদর মহকুমা শাসক অফিসের নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। ১ মার্চ সদর মহকুমা শাসক অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, গ্রামোন্নয়ন দপ্তর ৪,২১৫ বর্গমিটার এলাকায় এই নতুন ভবনটি নির্মাণ করবে। এই ভবনটি নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিকাঠামোগত উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। তাই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানের পরিকাঠামোগত উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। রাস্তাঘাট ও জল নিষ্কাশনী ব্যবস্থা সংস্কার, বাজারগুলোর সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নাগরিক পরিষেবার বিভিন্ন দিকগুলিকে গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে সড়ক নির্মাণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, রেলওয়ে পরিষেবা উন্নতিকরণ, বিভিন্ন অফিসের নতুন ভবন নির্মাণ, স্টাফ কোয়ার্টার নির্মাণ, বাজার শেড নির্মাণ, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল, কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণ, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মোটর স্ট্যান্ড নির্মাণ, গো-ডাউন নির্মাণ বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, নাগরিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম' এবং ‘মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প' চালু করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে রাজ্যের ১২টি পুরপরিষদ এলাকায় জল সরবরাহ, রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থা ইত্যাদি উন্নয়নের কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, যেকোন পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগের পাশাপাশি কাজের গুণগতমান বজায় রাখার উপরও আধিকারিকদের সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে বলেন, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে মহকুমা শাসক অফিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে প্রশাসনের সাথে জনগণের নিবিড় সম্পর্ক জড়িয়ে থাকে। এই নতুন অফিস বিল্ডিং নির্মাণ প্রশাসনিক সুযোগ-সুবিধা এবং স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটি সময়োপোযোগী উদ্যোগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন, গ্রামোন্নোয়ন দপ্তরের মুখ্যবাস্তুকার সাগর সৌভন দেবনাথ, সদর মহকুমা শাসক মানিক লাল দাস প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.