Hare to Whatsapp
রাজ্যের সাত সাংবাদিক সংবর্ধিত
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১, : সমৃদ্ধ রাজ্য নির্মাণের লক্ষ্যে আদর্শ সরকার পরিচালনায় প্রয়োজন আদর্শ সাংবাদিকতার। সংবাদমাধ্যমগুলির অভ্যন্তরীণ পর্যালোচনার দ্বারা নেতিবাচকতা চিহ্নিতকরণ ও ইতিবাচকতাকে ধারণ করার মাধ্যমে সংবাদ জগৎ ও রাজ্যের কল্যাণ সম্ভব। আজ জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরি বলেন, বর্তমান রাজ্য সরকার সংবাদবান্ধব। সাংবাদিকদের সঙ্গে কিভাবে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় তার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত মনে নিয়েছে যা বিগত দিনে অলিক স্বপ্ন ছিল। সাংবাদিকদের পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে। সাংবাদিকদের কিভাবে স্বাস্থ্য বিমার আওতায় আনা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। সাংবাদিকদের আবাসন প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। অনুষ্ঠানে রাজ্যে ৭ জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন শাণিত দেবরায়, মানস পাল, জয়ন্ত ভট্টাচার্য, দেবাশিষ ভট্টাচার্য, সৈয়দ সাজ্জাদ, আলি, ডঃ বিশ্বেভু ভট্টাচার্য এবং সুমন দেবরায়। (প্রেস রিলিজ)