Hare to Whatsapp
পুর ও নগর ভোটে কে প্রথম, কে দ্বিতীয়, কে কার ভোট কেটে বিজেপি-র সুবিধা করে দিয়েছে - একটি প্রাথমিক পর্যালোচনা
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২৯, : ত্রিপুরার পৌর নির্বাচনে প্রধান বিরোধী দল কে এনিয়ে ফলাফল ঘোষনার পর থেকেই সিপিএম ও তৃনমূলের মধ্যে দাবী পাল্টা দাবী চলছে। এনিয়ে এখানে কিছু তথ্য দেওয়া হল যার থেকে এটা বুঝতে সুবিধা হবে সিপিএম ও তৃনমূল কে কোথায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে যদিও ভোট কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে তা নিয়েও আবার সিপিএম, মূল ও তৃনমূল কংগ্রেসের তরফে বিস্তর অভিযোগ রয়েছে।
১) মোট আসন ৩৩৪ । ভোটের আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ১১২ টি। বাকি ২২২ টির মধ্যে বিজেপি জিতেছে ২১৭ , বামফ্রন্ট ৩ , তৃণমূল ১ , মথা ১।
২) বিজেপির জেতা ২১৭ টির মধ্যে তৃণমূল দ্বিতীয় ৫৯ টি আসনে, বামেরা দ্বিতীয় ১৫৮ আসনে। এর মধ্যে রাজধানী আগরতলার ৫১ টি ওয়ার্ডের মধ্যে ৫১ টিই বিজেপি জিতেছে। তৃণমূল দ্বিতীয় ২৬ টিতে, বামেরা ২৫ টিতে। বামেরা ৪ টি আসনে প্রার্থী প্রত্যাহার করেছিল আগরতলায় লাগাতার সন্ত্রাসের কারণে। তাই বামেরা ৪৭ টিতে লড়ে ২৫ টিতে দ্বিতীয় । আগরতলার অধিকাংশ আসনে বামফ্রন্ট এবং তৃণমূলের মধ্যে ভোট বিভাজন হয়েছে যার সুবিধা গিয়েছে বিজেপির ঘরে।
৩) আগরতলা ছাড়া গ্রামীণ ত্রিপুরার অধিকাংশ জায়গায় বিজেপি একতরফা জিতেছে। বামেরা অধিকাংশ জায়গায় দ্বিতীয় । একমাত্র আমবাসা এবং তেলিয়ামুড়াতে তৃণমূল দ্বিতীয়। দক্ষিণ ত্রিপুরাতে বামেদের ফলাফল ভাল। বিলোনিয়া, সাবরুমে তারা ৩০% ভোট পেয়েছে। উনোকোটি জেলার কুমারঘাটে বামেরা ৩৪% ভোট পেয়েছে। তৃণমূল ১% ।
৪) সার্বিকভাবে বিজেপি ৫৯.৭৪% , বামেরা ১৯.৪৭ % , তৃণমূল ১৬.৭৭% , কংগ্রেস ২.০৪%, অন্য ১.৯৮% । ত্রিপুরাতে শেষ বড় নির্বাচন ছিল ২০১৯ এর লোকসভা নির্বাচন । তাতে বিজেপি ৪৭. ০৩% পেয়ে প্রথম, কংগ্রেস ২৫.৩৪% পেয়ে দ্বিতীয়, বামেরা ১৭.৩১% পেয়ে তৃতীয় হয়েছিল। সুতরাং বিজেপির ভোট বেড়েছে ১২.৭১% , বামেদের ২.১৬% । আর কংগ্রেসের ভোট কমেছে ২৩.৩% যার অধিকাংশই তৃণমূলে গিয়ে তৃণমূলকে ১৬.৭৭% পেতে সাহায্য করেছে।
এই পুরো পরিসংখ্যান থেকে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে কার ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে সেটা পাঠক যে যার মত বুঝে নিন।