Hare to Whatsapp

সাংবাদিককে হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিশালঘর থানায় ডেপুটেশন এওজে-র

By Our Correspondent

আগরতলা, নভেম্বর ২৬, : রাজ্যে সাংবাদিকদের বৃহত্তম ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর এক প্রতিনিধিদল আজ, শুক্রবার (২৬ নভেম্বর) সংগঠনের সভাপতি, বরিষ্ঠ সম্পাদক সুবলকুমার দে-এর নেতৃত্বে বিশালগড় থানায় ডেপুটেশন দিয়ে অবিলম্বে সাংবাদিক মান্নান হকের উপর আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান।প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি সমীর ধর, অন্যতম কর্মকর্তা জয়ন্ত দেবনাথ, অনল রায়চৌধুরি, বিশ্বেন্দু ভট্টাচার্য এবং অভিষেক দে।

প্রসঙ্গত, গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের অতর্কিত আক্রমণে বিশালগড়ে গুরুতর আহত হন 'প্রতিবাদী কলম' পত্রিকার বিশালগড় প্রতিনিধি মান্নান হক । তিনি এখন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবর পাওয়ামাত্র গতকাল রাতেই এওজে-র সাধারণ সম্পাদক শাণিত দেবরায় এবং সংগঠনের অন্যতম সম্পাদক তথা প্রতিবাদী কলম-এর সম্পাদক অনল রায়চৌধুরি জিবি হাসপাতালে গিয়ে তাঁর চিকিত্সার খোঁজখবর নেন। আততায়ীরা যে সাংবাদিক মান্নান-কে হত্যাই করতে চেয়েছিল এ বিষয়ে বিশালগড়ের সতীর্থ সাংবাদিকদেরও কোনও সন্দেহ নেই। আজ এওজে-র প্রতিনিধিদল প্রথমেই বিশালগড় প্রেস ক্লাবে গিয়ে ক্লাবের সদস্যবৃন্দ সমেত স্থানীয় সব অংশের সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং পুরো ঘটনা অবহিত হন। বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম ও অন্য কর্মকর্তারাও থানায় ডেপুটেশনের সময় ছিলেন। এওজে-র প্রতিনিধিদল জানতে পারেন, গতরাতে ফায়ার সার্ভিসের কর্মীরাই তাঁদের গাড়ি করে মৃতপ্রায় রক্তাক্ত মান্নান-কে অচৈতন্য অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন । পুলিশ সদর দপ্তরের অফিসাররা হাসপাতালে গিয়ে অচৈতন্য মান্নান-কে দেখে আসার প্রায় ১৮ ঘণ্টা পরও পুলিশ এ ব্যাপারে কোনও তদন্ত শুরুই করেনি জেনে সাংবাদিক প্রতিনিধিদল তীব্র ক্ষোভ প্রকাশ করেন। থানা থেকেই সভাপতি সুবলকুমার দে সিপাহিজলা জেলার পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। সুপার এবং থানার পুলিশ কর্মকর্তারা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। এরপর বিশালগড় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং আগরতলা থেকে যাওয়া এওজে প্রতিনিধিদল থানার সামনের রাস্তায় বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এক প্রতিবাদ-সভায় মিলিত হন। এখানে এওজে সভাপতি সুবলকুমার দে সংক্ষিপ্ত ভাষণে বলেন, ত্রিপুরায় আজ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। মুখ্যমন্ত্রী সমেত মন্ত্রী ও শাসক দলের নেতারা সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। সাংবাদিকদের উপরে প্রতিনিয়ত আক্রমণ চলছে। তিনি ২৪ ঘন্টার মধ্যে মান্নানের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি জানান। সহ-সভাপতি সমীর ধর সাধারণ মানুষকে সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনের পাশে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারও আজ লুণ্ঠিত। এওজে-র সম্পাদক জয়ন্ত দেবনাথ সতর্ক করে দিয়ে বলেন, সরকার এবং শাসক দল সংবাদ মাধ্যমের উপর আক্রমণ বন্ধ না করলে গুরুতর ভুল করবে। অন্যতম কর্মকর্তা বিশ্বেন্দু ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার আসার পর থেকেই সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের উপর হামলা চলছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাংবাদিক মান্নান-কে হত্যার চেষ্টা করা হয়েছে। কোনও রাজনৈতিক রঙ লাগিয়ে বা 'দুর্ঘটনা' সাজিয়ে যেন একে লঘু না করা হয়।

এ ছাড়া বক্তব্য রাখেন বিশালগড় প্রেস ক্লাবের অন্যতম কর্মকর্তা গৌতম ঘোষ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.