Hare to Whatsapp
বিলোনীয়াতে ভোট সন্ত্রাস রোধে পুলিশী ব্যর্থতার প্রতিবাদে এস ডি এম অফিস ঘেরাও, বহু জায়গায় প্রার্থী আক্রান্ত, ভোটদানে বাধার অভিযোগ
By Our Correspondent
আগরতলা, ২৫ , : আজ সকাল সাত টা নাগাদ পুর ও নাগর পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পর থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে ব্যাপক হামলা সন্ত্রাসের অভিযোগ আসছে। রাজধানী আগরতলা শহরে পুর নিগমের বহু নিজেরাই ভোট দিতে পারছেন না বলেও অভিযোগ আসছে। একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে বিরোধী দলের এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্র থেকে বলপূর্বক বের করে দেওয়া হয়েছে। বেশ ক'জন প্রার্থী ও বিরোধী সমর্থক ভোটারদেরকে মারধোর করারও অভিযোগ এসেছে।
আগরতলা পুর নিগমের ৫১ নং ওয়ার্ড থেকে অভিযোগ এসেছে সেখানকার তৃণমূল ভোট প্রার্থী তপন বিশ্বাস-কে রক্তাক্ত করা হয়েছে। ৫১ নং ওয়ার্ড থেকে অভিযোগ এসেছে সেখানে তৃণমূল প্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। ওয়ার্ড নং ৭,১৩,১৪,৪, ৪০,৪৭ নং ওয়ার্ড থেকেও বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে।
গান্ধীস্কুল রামঠাকুর পাঠশালা ও আনন্দমার্গ স্কুলে বিরোধী প্রার্থীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। একই রকম অভিযোগ আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডের ইন্দ্রনগর স্কুলের ভোট কেন্দ্র থেকে অভিযোগ এসেছে, সেখানে সাতসকালে একদল দুষ্কৃতী ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে হাঙ্গামা করেছে। সকল ১১ টা পর্যন্ত ভোট গ্রহণ স্বগিত রয়েছে। ৫১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এসেছে। আগরতলা পুর নিগমের ৫১ নং ওয়ার্ডের প্রার্থী তপন বিশ্বাস কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই রকম ভাবে ৪০ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংহিতা ব্যানার্জি- অভিযোগ করেছেন তার দুই এজেন্টকে কিডন্যাপ করা হয়েছে।
এদিকে, বিলোনিয়া পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডে বিজেপি দুষ্কৃতীরা ব্যাপক হাঙ্গামা করছে। পুলিশ ও নির্বাচন কমিশনের লোকদের সামনেই এসব হামলা হচ্ছে। প্রতিবাদে সিপিএম সমর্থকরা সকল দশটা নাগাদ এসডিএম অফিসার সামনে ঘেরাও ধর্নায় বসেছে।