Hare to Whatsapp
পুর ভোটে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি টিডব্লিউজে- এর
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২৪, : রাজ্য ও বহি রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য পুরভোটের দিন ও গণনার দিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংগঠনের তরফ থেকে আরক্ষা প্রশাসন এবং নির্বাচন দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়েছে।রবিবার সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব মহিলা থানা চত্বরে শাসক দলের অত্যুৎসাহী কিছু দুর্বৃত্ত চিত্রসাংবাদিকের উপর পুলিশের সামনেই হামলা সংগঠিত করেছে। ঘটনায় এবং পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সংগঠন বৃহত্তর আন্দোলনে শমিল হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
সুনীল দেবনাথ,
সাধারণ সম্পাদক,
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন এখবর জানিয়েছেন এক বিবৃতিতে।