Hare to Whatsapp
এবার ত্রিপুরা ও কোলকাতার নিউজ চ্যানেলের চার সাংবাদিক থানা চত্তরে আক্রান্ত, এসেম্বলী অব জার্নালিস্ট সহ সব সংবাদ সংগঠন নিন্দা করলো
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২২, : রাজ্যে আবার আক্রান্ত সংবাদ মাধ্যম। রবিবার তৃনমুল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে আগরতলার তিন চিত্র সাংবাদিক ও কোলকাতার এক টিভি সাংবাদিক রক্তাক্ত হলেন পূর্ব আগরতলা মহিলা থানা চত্ত্বরে। পুলিশের সামনেই শাসক দলীয় দুস্কৃতিদের আক্রমনের মুখে পড়েন তারা।
ঘটনায় সাংবাদিকরা গুরতর ভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। গত দেড় বছর ধরে রাজ্যে সংবাদ মাধ্যমের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে চললেও রাজ্য পুলিশের ডিজি প্রতিশ্রুতি দিয়েও এই বিষয়ে কোন ধরনের ব্যবস্থা নেয় নি। যার পরিনাম স্বরূপ আজ, রাজ্যে বাক স্বাধীনতার রেওয়াজ করলেই আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম।
মূলত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব'এর পক্ষে রাজ্যে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির পর থেকেই রাজ্যে সংবাদ মাধ্যমকে একের পর এক হামলার শিকার হচ্ছে। এতে ব্যাক্তিগত আক্রমণ, ভূয়ো মামলার জড়িয়ে দেওয়া সহ সংবাদ মাধ্যম অফিস পুড়িয়ে দেওয়া, কিছুই বাদ যাচ্ছে না। এই ঘটনাগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনো কোন প্রতিক্রিয়া দেননি যা উনার রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
আজকের ঘটনার নিন্দা করে এসেম্বলী অব জার্নালিস্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সমস্ত ঘটনা কোন ভাবেই গনতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়।
অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস অবিলম্বে রাজ্যে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে শাসক দল তথা সরকারকে আহ্বান জানাচ্ছে। কিছুদিন ধরে রাজ্যের এই সন্ত্রাসাক্লান্ত পরিস্থিতি জাতীয় সংবাদ মাধ্যমে যেভাবে প্রকাশিত হচ্ছে তা রাজ্যের সম্মান নষ্ট করছে বলেই মনে করছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস। অবিলম্বে এই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবী জানানো হয়েছে। সংগঠন সরকারের কাছে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচা সহ ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরন সহ রাজ্যে একটা সুষ্ঠ গনতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে দ্রুত সমস্ত সম্ভাব্য ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস। আগরতলা প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট এশোসিয়েশন সহ সব সংবাদ সংগঠন এই ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে।