Hare to Whatsapp
দৃষ্টিহীন হয়েও স্বেচ্ছা রক্তদানে অনন্য নজির গড়েছেন স্বাস্থ্যকর্মী অষ্টমী সূত্রধর : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২১, : রক্তদান আমাদের রাজ্যে এখন উৎসবের মেজাজে অনুষ্ঠিত হচ্ছে। দৃষ্টিহীন হওয়া সত্বেও অষ্টমী সূত্রধর স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে এক অনন্য নজির গড়েছেন। এখন পর্যন্ত তিনি ৬ বার রক্তদান করেছেন। রক্তদানের ক্ষেত্রে তিনি একজন আদর্শ। তার কাছ থেকে আমাদের প্রত্যেকেরই শেখার আরও কিছু রয়েছে। আজ বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে এভাবেই স্বাস্থ্যকর্মী অষ্টমী সূত্রধরের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বেচ্ছা রক্তদানে তিনি যেভাবে এগিয়ে এসেছেন তারজন্য তাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বিষয়টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অবহিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিন রাজধানীর গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুরুতেই এই কর্মসূচির উদ্বোধক হিসেবে রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে তিনি কথা বলেন অষ্টমী সূত্রধর সহ অন্যান্য রক্তদাতাদের সাথে। তাদেরকে স্বামী বিবেকানন্দের ছবি সম্বলিত ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ব্যাজ পরিধান করান মুখ্যমন্ত্রী।
পরে উদ্বোধকের ভাষণেও মুখ্যমন্ত্রী আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী অষ্টমী সূত্রধরের রক্তদানের মানসিকতার দরাজ প্রশংসা করেন। তিনি জানান, রক্তাল্পতা সমস্যাজনিত কারণে দৃষ্টিহীন হয়েছিলেন এই মহিলা স্বাস্থ্য কর্মী। পরে তিনিই অন্যের জীবন বাঁচানোর তাগিদে নিজেই স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসেন। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বলেন, কোভিড পরিস্থিতির সময়ে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা নিজেদের সেরাটুকু দিয়ে প্রাণপাত কাজ করেছেন। যদিও সেসময় করোনা টিকা দেওয়া নিয়ে একটা অংশ বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তবে স্বাস্থ্য কর্মীরা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তারাও করতে পারেন। কোভিডকালীন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাযুজ্য রেখে যেভাবে ভারতে দ্রুত ভ্যাকসিন নিয়ে আসা গেছে তারজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।