Hare to Whatsapp
প্রবীণ নাগরিকদের সম্মান করা সকলের নৈতিক কর্তব্য: সমাজকল্যাণমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১৮, : বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে এক সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। মেন্টেইন্যান্স এন্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস এন্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট-২০০৭’র উপর আয়োজিত এই আলোচনাচক্রের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। গোমতী জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। আলোচনাচক্রের উদ্বোধন করে সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা বলেন, প্রবীণ নাগরিকদের সম্মান করা সকলের নৈতিক কর্তব্য। সমাজের কোন বয়স্ক নাগরিক যাতে অবহেলার শিকার না হন সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, রাজ্য সরকার বয়স্ক নাগরিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আলোচনাচক্রে গোমতী জিলা পরিষদের সভাধিপতি বিশ্ব প্রবীণ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। আলোচনাচক্রে আইনজীবী শেখর দেব মেন্টেইন্যান্স এন্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস এন্ড সিনিয়র সিটিজেনস আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বক্তব্য রাখেন আলোচনাচক্রের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক অরুন কুমার রায়, অবসরপ্রাপ্ত কর্মচারী নিশিকান্ত দাস ও হারাধন চক্রবর্তী। সভাপতিত্ব করেন জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের উপঅধিকর্তা বিজন চক্রবর্তী। অনুষ্ঠানে গাোতী জেলার ৮ জন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়।