Hare to Whatsapp
ক্রীড়া প্রতিভা বিকশিত করতে শারীর শিক্ষকদের বিশেষ ভূমিকা নিতে হবে: কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১৩, : খেলাধুলার মধ্যদিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। রাজ্যের গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এই প্রতিভাবন খেলোয়াড়দের তুলে আনতে হবে। আজ জম্পুইজলা সুধন্বা দেববর্মা মেমোরিয়্যাল দ্বাদশ স্কুল মাঠে জম্পুইজলা প্রাইজমানি মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করে একথা বলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ প্রতিযোগিতার ফাইনাল খেলায় কিল্লা মহিলা ফুটবল দল পাড়া কৌতাল কে হারিয়ে বিজয়ী হয়৷ বিজয়ী দলকে ট্রফি সহ ৩০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অতিথিগণ বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকশিত করতে শারীর শিক্ষকদের বিশেষ ভূমিকা নিতে হবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে খেলো ইন্ডিয়া কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচি সঠিক বাস্তবায়ণের মাধ্যমে অনেক নবীণ খেলোয়াড় উঠে এসেছে। তারা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে ভারতের নাম উজ্জ্বল করেছে। এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি গণেশ দেববর্মা, সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, সমাজসেবী সিন্ধুকন্যা জমাতিয়া। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে ৮টি মহিলা ফুটবল দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।