Hare to Whatsapp
পুরসভায় বিজেপি প্রাথীকে ভোট না দিতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি-র আহ্বান
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১১, : রাজ্যে গনতন্ত্র বজায় রাখতে ও রাজ্যের সার্বিক উন্নয়নে বামফ্রন্টের কোনো বিকল্প নেই। আজকাল যেভাবে রাজ্যের ঐতিহ্যবাহী গনতান্ত্রিক আবহাওয়াকে ধুলিস্যাৎ করে রাজ্যের শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পুর ভোটে বিজেপিকে ভোট না দিতে রাজ্যের গনতন্ত্রপ্রেমী মানুষের কাছে আহ্বান জানিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি।
সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর কৃষক সভার রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন সন্ত্রাসী হামলার মুখে পুরভোটে যেভাবে বামফ্রন্ট সহ অন্যান্য প্রার্থীরা নিজেদের প্রার্থী পদকে আঁকড়ে রেখে গনতন্ত্র রক্ষার লড়াই করে যাচ্ছেন তার জন্য কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি তাদের রক্তিম অভিনন্দন জানাচ্ছে। একই সাথে তিনি আসন্ন পুর ভোটে বামফ্রন্ট প্রার্থীদের হয়ে ব্যাপক প্রচারে নামার জন্য কৃষক সভার সমস্ত সদস্যদের কাছে রাজ্য কমিটির হয়ে আহ্বান জানান। একই সাথে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজেপি বিরোধী ভোট দেবার কথা বলার মানে এই নয় যে আমাদের সাথে অন্য কোন দলের আঁতাত হয়েছে । আমরা শুধু গনতান্ত্রিক অধিকার রক্ষা করতে বিজেপি বিরোধী শক্তিকে ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন করেছি মাত্র।
আসন্ন পুর ভোটে যে সন্ত্রাসের আবহাওয়ার সৃষ্টি করে ভোটে নির্বাচিত হবার পথে হাঁটছে রাজ্যের ক্ষমতাসীন দল তাকে গনতন্ত্র হত্যার সামিল বলে রাজ্য কৃষক সভা মনে করে। জনগনকে এর যোগ্য জবাব বামফ্রন্ট প্রার্থীদের ভোট দানের মাধ্যমে দিতে কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর আহ্বান জানান । একই সাথে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আগামী ২৫শে নভেম্বর ভোট দানের ব্যবস্থা করতে ও সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে রাজ্যের নির্বাচন দফতরের কাছেও কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি আবার জোরালো দাবি জানাচ্ছে বলে তিনি জানান।