Hare to Whatsapp
বিধায়ক ও জনপ্রতিনিধিদের পরীক্ষার হলে প্রবেশ না করতে শিক্ষামন্ত্রীর অনুরোধ
By Our Correspondent
আগরতলা, মার্চ ২, : শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর পরীক্ষা কেন্দ্রের ভিতর কোন বিধায়ক বা জনপ্রতিনিধি প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন। আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল থেকে মাধ্যমিক শুরু হচ্ছে।
আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম দিন পরীক্ষা শুরু হতেই বেশ কিছু জায়গায় বেশ ক’জন বিধায়ক ও জনপ্রতিনিধি প্রবেশ করে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে এবং মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য পরামর্শ দেন। এবং পরীক্ষা গ্রহন পর্ব ঠিকঠাক ভাবে চলছে কিনা তা তদারকি করতে দলবল নিয়ে পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করেন। এতে বহুজায়গায় ছাত্রছাত্রীদের মনসংযোগ নষ্ট হয়। এবং ছাত্রছাত্রী ও পরীক্ষা গ্রহনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গতকালই শিক্ষামন্ত্রী সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছিলেন যে তারা যেন পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের ভিতর প্রবেশ না করেন। কিন্তু আজ দেখা গেছে ধর্মনগরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের ভিতরে দলবল নিয়ে প্রবেশ করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, আগরতলার বিধায়ক দিলিপ সরকার ও মিমি মজুমদার বেশ কিছু পরীক্ষা গ্রহন কেন্দ্রের ভিতরে প্রবেশ করেতে দেখা যায়। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে পরীক্ষা হলের ভিতরের দৃশ্য ফেসবুক লাইভ করতেও দেখা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিভাবক ও শিক্ষানুরাগী মহলে বিস্ময়ের সৃষ্টি হয়। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে নেন অনেকে।
উদ্ভত অবস্থার প্রেক্ষিতে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মিডিয়ার মাধ্যমে আগামীকাল থেকে যাতে কোন বিধায়ক বা জনপ্রতিনিধি পরীক্ষা হলের ভিতর প্রবেশ না করেন এমর্মে ফের সংশ্লিষ্ট মহলকে সতর্ক করেন দেন।