Hare to Whatsapp
এক্সাইজ সাব-ইন্সপেক্টরের ৭টি এবং শিল্প ও বাণিজ্য দপ্তরে তিনটি আইটিআই- এর জন্য ৫০টি সিনিয়র ইনস্ট্রাক্টর এবং ৬টি এলডিসি কাম কেশিয়ার পদে লোক নিয়োগের সিদ্ধান্ত
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১০, : রাজ্য মন্ত্রিসভা আবগারি দপ্তরে এক্সাইজ সাব-ইন্সপেক্টরের ৭টি এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন রাজের তিনটি আই টি আই- এর জন্য ৫০টি সিনিয়র ইনস্ট্রাক্টর এবং ৬টি এল ডি সি কাম কেশিয়ার পদে লোক নিয়োগের সিদ্ধান্তে আজ অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সমূহের কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি জানান, কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তিরবাজারে নতুন আইটিআই চালু করা হয়েছে। রাজ্য সরকার এই তিনটি আইটিআই চালানাের জন্যই এই সিনিয়র ইনস্ট্রাক্টর এবং এলডিসি কাম ক্যাশিয়ার পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে । পরবর্তীতে শিল্প ও বাণিজ্য দপ্তরের সিদ্ধান্তক্রমে এই নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী রাজ্যে কোভিড অতিমারিজনিত বর্তমান পরিস্থিতি জানাতে গিয়ে বিভিন্ন জেলায় কোভিডের তুলনামূলক
সংক্রমনের হার পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন।
তিনি জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে রাজ্যে কোভিড অনেকটা হৃাস পেয়েছে। তিনি জানান, রাজ্যে মােট কোভিড টিকাকরণ এখন পর্যন্ত হয়েছে ৪২ লক্ষ ৪৮ হাজার ৬০৯ জনের। এরমধ্যে প্রথম ডােজ ২৫ লক্ষ ১৫ হাজার ৪৫৯ এবং দ্বিতীয় ডােজ দেওয়া হয়েছে ১৭ লক্ষ ৩৩ হাজার ১৫০ জনকে দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে ভ্যাকসিন মজুদ রয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৯২০টি ।
সাংবাদিক সম্মেলনে ও সংস্কৃতি মন্ত্রী জানান, রাজ্যের কোভিড অতিমারিজনিত পরিস্থিতি মােকাবিলায় উল্লেখযােগ্য সাফল্যের জন্য কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথােরিটি থেকে রাজ্যের স্টেট হেলথ অথােরিটিকে শংসাপত্র (Letter of Appreciation) প্রদান করা হয়েছে। এই শংসাপত্র কোভিড পরিস্থিতি মােকাবিলায় রাজ্য সরকারের মিশন মুডে কাজেরই প্রতিফলন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।