Hare to Whatsapp
শিশুর সার্বিক উন্নয়ন ও তাদের অধিকারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবেঃ সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ৮, : ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশুদের অধিকার নিয়ে এক মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর বিষয়বস্তু ছিল, ‘প্রটেক্টিং চিল্ডেনঃ প্রোভাইভিং হোপ’। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত।
মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত সমাজে শিশুদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও তাদের অধিকার সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। রাইট টু অ্যাডুকেশনের আওতায় সমস্ত শিশু যাদের বয়স ৬-১৪ বছর, তাদের সকলের শিক্ষা সুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি গুণগত শিক্ষায় তারা যাতে শিক্ষিত হতে পারে সে দিকেও নজর দিতে হবে। তিনি বলেন, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ শিশুদের অধিকার সুরক্ষায় কাজ করছে। তিনি বলেন, সমাজে শিশুদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে তারা নিজেদেরকে সুরক্ষিত ভাবতে পারে। জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ সারা দেশে গত ২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান শুভাশিষ তলাপাত্র, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব অশোক কুমার জৈন ও অধিকর্তা পুণিত সেহগল।
অনুষ্ঠানের সভাপতি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি শিশুরা যাতে আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্র, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ প্রমুখ আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিগণ পোস্টার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে অক্সিলিয়াম গার্লস স্কুলের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে শিশুদের অধিকার সংক্রান্ত একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত।