Share Whatsapp

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মৌলিক অধিকারের উপর আঘাত আনছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা: সিপিআই

By Our Correspondent

আগরতলা, নভেম্বর ৭, : বিরোধী দলের প্রার্থীদের উপর বর্বরোচিত হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও মনোনয়ন পত্র প্রত্যাহারের হুমকি দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

গতকাল রাতে ৪৯ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনিত সিপিআই প্রার্থী কমরেড ধনমনি সিনহা'র ঘরে ও অফিসে আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙ্গা হয় তার মোবাইল সহ অন্যান্য আসবাবপত্র। সিপিআই এক বিবৃতিতে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিলেও তা সুনিশ্চিত করতে ব্যর্থ তারা।

সিপিআই সদর বিভাগীয় পরিষদ তাদের বিবৃতিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে এবং শান্তিপ্রিয় জনগণকে দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদে সোচ্চার হওয়ায় আহ্বান জানিয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.