Hare to Whatsapp
এন আই টি আগরতলায় আন্তর্জাতিক ওয়ার্কশপ
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১৮, : এন আই টি আগরতলাতে ৬ দিনব্যাপী “অ্যাডভান্সড সিসমোলোজি, সিসমিক হাজার্ডস এন্ড আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং” বিষয়ের উপর একটি আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। বিদেশ এবং দেশের নানাপ্রান্ত থেকে অংশগ্রহণকারী অধ্যক্ষদের মধ্যে অন্যতম ছিলেন ইনস্টিটিউট অফ ফিজিক্স অফ দি আর্থ, রাশিয়ান একাডেমী অফ সাইন্সেস থেকে আগত প্রফ রুবেন তাতে ভসিয়ান এবং এবং প্রফ অয়েরা বাইকোভা, সিসমোলোজিক্যাল রিসার্চ সেন্টার, এন আই ও এ জি, ইতালি থেকে আগত প্রফ আন্তোনেল্লা পেরেসান, ইনস্টিটিউট অফ সিসমোলোজি, ডিপার্টমেন্ট অফ জিওসায়েন্স এন্ড জিওগ্রাফি, ইউনিভাসিটি অফ হেলসিংকি, ফিনল্যান্ড থেকে প্রফ পাইভি মানতেনিয়েমি। ওয়ার্কশপটির আহ্বায়িকা ডঃ সীমা ঘোষ এবং সহ আহ্বায়ক প্রফ যে আর কয়াল অনুষ্ঠানের প্রতি সবার অভিব্যক্তিতে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, এন আই টি আগরতলার নির্দেশক প্রফ হরিশ কুমার শর্মা সকলকে ভূমিকম্প নিয়ে আরও সচেতন হতে বলেন। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকার-এর রাজস্ব দপ্তরের প্রধান সচিব, শ্রী বি কে সাহু। সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএএস, অতিরিক্ত সচিব, নগরোন্নয়ন বিভাগ, ত্রিপুরা সরকার, ডঃ মিলিন্দ রামটেক। ছিলেন পৃষ্ঠপোষক প্রফ রিচি প্রসাদ শর্মা। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যে রেট্রোফিটিং পদ্ধতি কার্যকরী করার উদ্যোগ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।