একটি স্মরণীয় সেমিনার

অনুরাগ বর্দ্ধন

November 4, 2025

সমাজের বিকাশের জন্য উর্বর জমি প্রয়োজন। তেমনি সুস্থ মন ও মানসিকতা নিয়ে শিক্ষার্থীর বেড়ে ওঠার জন্য শিল্প-সাহিত্য বিশেষ ভূমিকা পালন করে। ভবনস্ বরাবরই শিল্প চর্চায় এগিয়ে। গত ২২ শে অক্টোবর এমনই একটি দিনের সাক্ষী হলাম আমরা। ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দিরের নারসিংগড় ক্যাম্পাসে একদিবসীয় সাহিত্য কর্মশালার আয়োজন করা হয়েছিল সেদিন। ছাত্রছাত্রীদের লেখালেখি নিয়ে সংকলন ‘চিন্তন’ গ্রন্থের প্রকাশ উপলক্ষে। এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক ও সৃজনশীল চিন্তার বিকাশে ভবনস্ এর দায়বদ্ধতাকে স্পষ্ট করে। আমাদের স্কুল ইংরেজি মাধ্যম বিদ্যালয় হলেও এখানে বহু শিক্ষার্থী বাংলা ও হিন্দি ভাষায়ও লেখালেখি করে, যা তাদের বহুভাষিক সৃজনশীলতা ও সাহিত্য প্রতিভাকে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ হিসেবে মহারাজা বীরবিক্রম মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রধান ড. বর্ণালী ভৌমিক ঘোষ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. নির্মল দাশ, বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক শ্যামল বৈদ্য, প্রখ্যাত প্রকাশক অঞ্জন কুমার পাল, ত্রিপুরা গভর্নমেন্ট আইন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ড. পাপাই পাল, এবং আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড. অনুরাধা দেববর্মা। অতিথিরা সকলেই সাহিত্য রচনার জন্য মনোভূমি তৈরি, সৃজনশীলতা ও প্রকাশভঙ্গির গুরুত্ব, বিষয় নির্বাচন সহ নানান মূল্যবান বক্তব্য রাখেন, যা নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করে।

কর্মশালার বিশেষ আকর্ষণ ছিল ড. বর্ণালী ভৌমিক ঘোষের পরিচালিত এক আন্তঃক্রিয়ামূলক সেশন, যেখানে তিনি ‘স্টাইলিস্টিক্স’ নামের এক অভিনব সাহিত্যিক পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এটি এমন এক কৌশল, যেখানে শরীরের ভঙ্গি ও অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশ করে কবিতা রচনা করা যায়। তিনি ছয়জন শিক্ষার্থীকে মঞ্চে আহ্বান করে তাদের চোখ বন্ধ রাখতে বলেন এবং নির্দেশ দেন — ছাদের থেকে বৃষ্টির ফোঁটা সংগ্রহ করা, প্রবল বৃষ্টিতে ছাতা খোলা, তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলা ইত্যাদি কাজ কল্পনার মাধ্যমে সম্পূর্ণ শারীরিক অঙ্গভঙ্গিতে প্রকাশ করতে। কোনো প্রপস ছাড়াই সম্পূর্ণ শরীরের ভাষায় এই অভিনয়টি শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচিত করে। তাঁর মূল বক্তব্য ছিল বাংলা কবিতায় শব্দ চয়ন ও ভাষা ব্যবহার নিয়ে। ঔপন্যাসিক শ্যামল বৈদ্য তাঁর লেখালেখি জীবনের অভিজ্ঞতা ও গল্প রচনার রীতি নিয়ে বলেছেন। অধ্যাপক নির্মল দাশ বলেছেন প্রবন্ধ, গদ্য সাহিত্য, উপন্যাস ও নির্মাণ বিষয়ে৷ প্রকৃত অর্থেই যথাযথ উৎকৃষ্ট আলোচনা করেছেন। যে মানুষটির অক্লান্ত পরিশ্রমের ফসল এই বিশাল কর্মযজ্ঞ তিনি সৌম্যদীপ স্যার। স্যার তাঁর বক্তব্যে চমৎকার একটি কথা বলেছেন, বলেছেন "আজকের এই দিনটি এসেছে তোমরা লেখালেখি করেছ বলে, নইলে এমন আয়োজনের সুযোগ তৈরি হতো না।" চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল ম্যাডামের বক্তব্যও এদিন আমাদের অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে লেখালেখিতে পারদর্শিতার জন্য দশজন শিক্ষার্থীকে “ভবনস্ বেস্ট রাইটার অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। আমি নিজেও এই পুরস্কারের প্রাপক হওয়ার সম্মান অর্জন করেছি, যা আমার স্কুল ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের পক্ষ থেকে আমার জন্য এক গর্বের মুহূর্ত। কর্মশালার উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মনে থেকে যাবে বহুদিন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বটিও জমজমাট ছিল৷ দিনটি সকলের মনে এক অনুপ্রেরণামূলক ও স্মরণীয় দিন হয়ে থেকে যাবে। 'চিন্তন' হয়তো আরো আরো প্রকাশিত হবে, কর্মশালাও আরো হবে কিন্তু এই প্রথম আয়োজন আমাদের কাছে এক অন্যরকম প্রাপ্তি। (নবম শ্রেণি, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির )

(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.

This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.

So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.