মেধা ও জ্ঞানের উৎসব: Tripurainfo Mega Quiz 2025

অশেষ সেনগুপ্ত

November 1, 2025

শীতের প্রারম্ভে আগরতলা আবার প্রস্তুত বার্ষিক এক জ্ঞানদীপ্ত আয়োজনে। আগামী ৯ নভেম্বর, রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে *ত্রিপুরাইনফো মেগা কুইজ ২০২৫* । ত্রিপুরার কুইজপ্রেমী শিক্ষার্থী ও যুবসমাজের জন্য এই প্রতিযোগিতা বহু বছর ধরে একটি প্রত্যাশিত ও প্রতিষ্ঠিত মঞ্চ। রাজ্যের তথ্যভিত্তিক সংবাদমাধ্যম ত্রিপুরা ইনফো-র উদ্যোগে এবং স্কুল অফ সায়েন্স সহ রাজ্য সরকারের একাধিক দপ্তরের সহযোগিতায় এ বছরের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, সকলের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতা। মঞ্চে উঠবে প্রশ্নের ধারাবাহিক ঢেউ, আর সেই উত্তরের খোঁজে মস্তিষ্ক জাগ্রত হবে নবীন আবিষ্কারের তৃষ্ণায়।

স্কুল ও ওপেন, দুই বিভাগেই অংশগ্রহণের সুযোগ থাকছে। স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে পাবেন ₹২০,০০০, ₹১০,০০০ ও ₹৫,০০০। ওপেন বিভাগে প্রথম পুরস্কার ₹৩০,০০০, দ্বিতীয় ₹২০,০০০ এবং তৃতীয় ₹১০,০০০ নির্ধারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার, ঘণ্টা ভিত্তিক বাইসাইকেল ও মোবাইল এবং অডিয়েন্স রাউন্ডের পুরস্কারও থাকছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে সাধারণ জ্ঞান, সমসাময়িক বিশ্ব, বিজ্ঞান, ইতিহাস, নাগরিক–সচেতনতা বিষয়ক আলোচনায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা। মাদক বিরোধী সচেতনতা, সড়ক নিরাপত্তা, এ সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিক থেকেও কুইজ একটি শক্তিশালী মাধ্যম।

ত্রিপুরার কুইজ সংস্কৃতি নতুন নয়। দুই দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরাইনফো শুধু সংবাদমাধ্যম নয়, রাজ্যের জ্ঞান ও সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম। বইমেলা, নাট্য প্রতিযোগিতা ও বিজ্ঞানমেলার মতোই কুইজ আজ ত্রিপুরার অন্যতম শিক্ষামূলক উৎসব। বহু তরুণ প্রতিযোগী আজ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কেউ শিক্ষক, কেউ গবেষক, কেউ প্রকৌশলী, কেউ বা নতুন প্রজন্মের পথপ্রদর্শক। তারপরও সেই মঞ্চের টান ভুলে তারা কখনো দূরে থাকতে পারেন না। প্রতি বছর তারা ফিরে আসেন, কখনও প্রতিযোগী হিসেবে, কখনও দর্শক হিসেবে।

রাজ্যের শিক্ষা ও কুইজ অঙ্গনের পরিচিত মুখেরা এ আয়োজনে যুক্ত রয়েছেন। স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন। প্রতি বছরের মতো এবারও, আশা করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনলাইন নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে Tripurainfo-র অফিসিয়াল ওয়েবসাইটে। ত্রিপুরায় কুইজের ধারাবাহিকতা এবং তার মাধ্যমে শিক্ষা সহযোগী পরিবেশ সৃষ্টি, এই আয়োজন তারই একটি সুস্পষ্ট প্রতিফলন। মেধা বিকাশ, সুষ্ঠু প্রতিযোগিতা এবং সকলের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে আবারও একটি অর্থবহ দিনের প্রত্যাশায় রয়েছে রাজ্যের শিক্ষাঙ্গন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.