ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি
তারিক চয়ন
গত ৩০ এপ্রিল 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' এর একটি সংবাদ শিরোনাম ছিল "অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে উত্তর ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিক আটক"। প্রতিবেদনে জনৈক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়ঃ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করার পর আদালতে হাজির করা হয়েছে।
জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে এসে গত কয়েকদিন ধরে ধর্মনগরে অবস্থান করছিলেন। আমরা মামলা দায়ের করেছি৷ তাদের থাকার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছি"।
এদিকে, বার্তা সংস্থা এএনআই জানায়ঃ গত ২৯ এপ্রিল ধর্মনগর থানার পরিদর্শকদের দ্বারা পরিচালিত নিয়মিত মোবাইল টহল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নাম: মঞ্জু আলী, রাসেল আহমেদ, মো. ফাহিম।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়ঃ ত্রিপুরায় অবৈধভাবে সীমান্ত পার হওয়া মানুষদের আটকের ঘটনা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ত্রিপুরার বিভিন্ন অংশ দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা বাংলাদেশিদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
পত্রিকাটির মতেঃ গত বছরের অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এমন অভিযোগে ১,০১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৪৯৮ জন বাংলাদেশি, ৩৯৬ জন ভারতীয় এবং ১২৪ জন রোহিঙ্গা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২২ সালে ত্রিপুরা রাজ্য জুড়ে ৫৯ জন রোহিঙ্গা, ১৬০ জন ভারতীয় এবং ১৫০ জন বাংলাদেশি নাগরিক সহ মোট ৩৫৯ জনকে আটক করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছিল। আর, ২০২১ সালে ১১৫ জন ভারতীয় এবং ৯৩ জন বাংলাদেশি সহ ২০৮ জন "অনুপ্রবেশকারী"কে গ্রেপ্তার করেছিল।
এর আগে, অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশি নাগরিক ব্যতীত অন্য কোন রোহিঙ্গা বা বিদেশিকে গ্রেপ্তার করা হয়নি৷ ২০১৯ সালে ৫৩ জনের মতো রোহিঙ্গা এবং একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়ঃ বাংলাদেশের সাথে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে, যার কিছু অংশে স্থানীয় বিরোধের কারণে এখনও বেড়া দেওয়া যায় নি।