সামাজিক বৈষম্য ও বর্তমান সমাজ
তীর্থঙ্কর মজুমদার
বর্তমান সমাজে আমরা সবাই খুব ভালো আছি....
নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা সকলেই খুব আনন্দের সাথে জীবন অতিবাহিত করছি..
কিন্তু আমরা যতই সাম্যবাদী হওয়ার চেষ্টা করিনা কেন কিছু জিনিস এখন ও তার উত্তর খুঁজে বেড়ায় তপ্ত মরুভূমির গর্ভে....জানতে ইচ্ছে করে সেগুলো কি??
তাহলে শুনুন....
এই যে আমরা বলি বর্তমান সমাজে নারী পুরুষের সব কিছুতেই সমান অধিকার, তা অধিকার টা কোথায়?? যে শিশু 9 মাস মায়ের পেটে থাকে সেই শিশু ই জন্ম নেওয়ার সাথে সাথে বাবার পদবী লাভ করে, তাহলে অধিকার টা কোথায়?? এখন ও বিয়ের পর মেয়েরা নিজের পদবী পরিবর্তন করে স্বামীর পদবী নেয়, যদিও কিছু কিছু মেয়েরা আবার নিজের পদবী সাথে স্বামীর পদবী লাগিয়ে দেয়..তা লাগাতেই পারে তাদের ইচ্ছা..তাই বলে কি কোনোদিন স্বামীকে দেখেছেন বউ এর পদবী নিতে??
না এটা সম্ভব না, আমাদের সমাজ এটা মেনে নিতে পারবেনা..
আচ্ছা থাক বাদ দিন, এবার ধরুন বিয়ের পর স্বামী শশুড় বাড়ি থাকে, তাহলে সমাজ কি বলবে?? একটাই উত্তর ছেলে টার নিজের কোনো মান সম্মান নেই শশুড় বাড়ি ঘর জামাই হয়ে থাকছে.. তাও মানলাম নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে থাকলে মানুষ তো বলবেই.. তা যদি মেয়ে টা তার শ্বশুর বাড়ি না থাকে তাহলে তাকে কি বলবেন শুনি?? সর্বনাশ এমন হলে পাশের বাড়ির কাকিমা দের রক্তচাপ এতটাই বেড়ে যাবে যে এটাকে আর চেপে রাখা যাবেনা....আচ্ছা চলুন এবার রোজগারের গল্পে চলে আসি.... প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু পুরুষ মানুষ আমার বেকার থাকা চলবে না.. তাই বলে কি যে বউ টা রোজগার করেনা সে কী বেকার?? মানলাম সে বেকার, তাই সে ঘরের কাজ করে....তাই বলে কি নিজের জন্য সপ্তাহ তে একদিন ও ছুটি পাবেনা.. নিশ্চই পায় তাইনা??
জানেন তো মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু হয়না বিয়ের আগে হয় বাপের বাড়ি আর বিয়ের পর শশুর বাড়ি..বিয়ের আগে শশুর বাড়ি বেশি গেলে ও মানুষ কথা বলবে আর বিয়ের পর বাপের বাড়ি বেশি গেলেও মানুষ কথা বলবে..আসলে কি জানেন তো আমাদের সমাজ বা আইন সব ই ঠিক ই আছে..শুধুমাত্র আমাদের মানসিকতা ঠিক নেই....আমরা সবাই যদি অন্যের ঘরের নিন্দা পরচরচা না করে নিজের ঘরের খেয়াল রাখি তাহলে সমাজ দেখবেন এমনিতেই ভালো থাকবে, সমাজ কে ভালো রাখার জন্য আলাদা কিছু করতে হবে না....।
আমার এই লেখাটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত ও চিন্তাধারা, এর সাথে কারোর কোনো যুগ নেই, আমার এই লেখাটা পড়ে যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন..ধন্যবাদ।