"মুক্তধারা অডিটরিয়াম- এ" ভেসে যাওয়া বিতর্কের এক সন্ধ্যা

ডা: রনবীর রায়

A DEBATE " NOT EVERYONE IS EQUAL IN THE EYES OF THE LAW"

এ এক অদ্ভুত দ্বন্দ্ব, এ কি এক নির্মম সত্যি? আসলে ও কি আইনের চোখে সবাই সমান না ? না কি জেনে বুঝে ও আমরা বলি যে, হ্যাঁ , আইনের চোখে সবাই সমান ?

আমার ভাবনা তো প্রথম থেকেই দুইটা অতিরিক্ত ফ্লাভারে নেশাগ্রস্ত ছিল ।

যদি আইনের চোখে সবাই সমান হতো তাহলে আজ এই debate এর টপিক টাই কেন আসতো ? কেনই বা একটা আস্ত কোনায় কোনায় ভরা হলে এত লোক শুনতে আসতো ?

আর এই মুক্তধারাই কেন এই debate ? কবিগুরু সেই 1912 তে মুক্তধারা নাটক রচনা করেছিলেন । পথের উপরেই এই নাটক মঞ্চস্থ হয়েছে । মানুষ পথে নেমেছে ।কারুর পথচলা আদর্শ অনুযায়ী, কেউ বা পথে নেমে ও অন্ধকারে পথ হাতড়ে মরে।পথের গোলকধাঁধায় তারা হতচকিত । এক পথের পথিক বিভূতি ,যন্ত্র সভ্যতার পথে চড়ে সে আজ পথহারা পথিক ।আরেক পথের পথিক ধনঞ্জয় বৈরাগী অভিজিৎ পথ আবিষ্কারে রত ।পথের সাহায্যেই মানুষ লক্ষে উপনীত হয় ।এই নাটকে দুই পথিকের সংঘর্ষে জীবনের পথের সন্ধান পাওয়া যায় ।

আর এই মুক্তধারা নাটকের প্রসঙ্গ এই কারণেই আজ আমার কাছে সাংঘাতিক প্রাসঙ্গিক , এই মুক্তধরারর এই debate , এই বিতর্ক নিশ্চিত এই নাটকের মতো আমাদের মুক্তির পথ দেখাবে ।

প্রথমেই আমি অভিভূত , আন্দোলিত , এইভাবে এত সুন্দর সাবলিলতায় এই বিতর্কসভা উপস্থাপনের জন্য । হৃদয়ের আন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা , শুভকামনা আয়োজকদের।

Subrata Sarkar দা , Jayanta Debnath দা , Manas Paul দা , a dr Basab Ghosh দা এবং আরো যারা এই অভিনব আয়োজন কে একটা বিতর্কের মধ্যে ও একটা সফল সুআস্বাস দেওয়ার প্রয়াস করেছেন ।

প্রথম থেকেই হল ভর্তি আইন পেশায় যুক্ত সবাইর উপস্থিতি এই প্রয়াসকে অন্য মাত্রা দিয়েছে কোনো সন্দেহ নেই ।

সমাজের বিভিন্ন পেশায় যুক্ত সুনাগরিকদের উপস্থিতি এই হারিয়ে যেতে বসা বিতর্ক সভাকে রঙ্গিন করে সবাইর কাছে নিয়ে এসেছে , তার জন্য আরো একাকাশ শুভকামনা আয়োজকদের।

ব্যক্তিগত ফিডব্যাক (একদম কাটাছেঁড়া না) .

বিতর্কের পক্ষে সিদ্ধার্থ বাবু শুরুটা খুব ভালো করলে ও কোনো অজানা কারণে বিতর্কের গহীনে ছুঁয়ে যান নি । ভালো রসিকতায় খুঁচিয়েছেন বিপক্ষকে কিন্তু মন ভরে নি ।

সুতপা দিদি অসাধারণ, উপমা , শৈলী , উপস্থাপনা এক অন্য মাত্রার । ভালো লেগেছে ।

সন্দীপদা স্বভাব সিদ্ধ গতিশীল , নির্মম ,নিষ্ঠুর সত্যি বলার সাহস দেখিয়েছেন । আর সবাইর বিতর্ক মনোযোগ দিয়ে শুনে নিজেকে ,নিজের মতকে এস্টাব্লিশ করার প্রয়াস করেছেন । ভালো লেগেছে ।

শেখর দা নীরব ধীরস্থির ঠান্ডা মাথায় বিতর্কের বিপক্ষ কে ছক্কা মেরেছেন । তবে এখনকার আইনের প্রবধানের সঙ্গে jesus এর সময়ের তুলনামূলক আলোচনা ঠিক প্রাসঙ্গিক মনে হলো না , তবে প্রাজ্ঞতা এই বিতর্ককে ভবিষ্যতের পথ দেখিয়েছে ।

বিতর্কের বিপক্ষে পুলিশ অফিসার মালাকার বাবু সংযত আর নিজের অভিজ্ঞতার মিশেলে আইন সবাইর জন্য সমান বোঝানোর সঠিক ,সাবলিল চেষ্টা করেছেন ।

এন্থনী বাবু যথেষ্ট সাবলীল , উৎকণ্ঠার কোনো জায়গায় রাখেন নি । ভালো বলেছেন তবে হৃদয় ছুলে ও আত্মা ভরে নি ।

কনক কোনো পক্ষে না গিয়ে কি বলতে চেয়েছি প্রাথমিক ভাবে বোধগম্য হয় নি । আরো ভিতরে যেতে পারতো , নিরাশ না হলে ও মন ভরে নি। কিছুটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে , কিন্তু দিনের শেষে কার কি দোষ গুন না বিচার করে নিজের সঠিক কাজ নিয়ম মেনে করাই শ্রেয় বলে আলোচনা গুরুত্বপূর্ণ মনে হয়েছে ।

মুস্তাফা কামাল অনবদ্য । রসবোধের মিশেলে ,বিতর্কের গভীরে গিয়ে যাওয়া কঠিন কাজ । উনি অত্যন্ত সফল ভাবে এই কাজে সবাইকে একত্রিত করেছেন । আমার কাছে "ডা বেস্ট" ।

চন্দ্রিলের উপস্থাপনা , কথা বলা অসাধারণ । এই বিতর্কের মডারেটর হিসাবে এতটা সাবলীল মনে হলো না । ওনার উপস্থিতি এক বিরাট পাওনা ।

সঞ্চালনায় উর্বশী কে প্রথম শুনলাম । কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ভুল বাদ দিলে , কথাবার্তা , কোরেলাশন অসাধারণ । স্পষ্ট সাবলীল উচ্চারণে এই বিতর্কের সুবাস ছড়িয়ে দিতে পেরেছে ।

বিতর্কের সূচনার পূর্বে গায়েত্রী মন্ত্র , স্যার দিলীপ সরকার মহোদয়ের পত্নী র কথা , আবেগ এই বিতর্ক আর ফাউন্ডেশনে র পথচলা কে আরো সুদৃঢ় করবে আশা ব্যক্ত করছি ।

পরিশেষে , এই হারিয়ে যেতে থাকে debate কে আবারো সম্মানের সহিত সামনে আনার জন্য এই Foundation কে ধন্যবাদ । এই পথচলা সামনে এগিয়ে যাবে, আশা রাখছি ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.