রাঙ্গাছড়ার মান্টি দেব হত্যাকান্ড ও পুলিশি তদন্ত নিয়ে কিছু প্রশ্ন

প্রদীপ চক্রবর্তী

রাঙ্গাছড়ার বর্বর ও অমানবিক ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।শাসক ও বিরোধী দলের মধ্যে অব্যাহত চাপান উতোর। পরস্পর পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে। পুলিশ আজও প্রকৃত অপরাধী কাউকে জালে তুলতে সক্ষম হয়নি।যদিও পুলিশ ঘটনার পরদিন একজনকে গ্রেফতার করেছে এবং আজ তাকে আগামী ২০ মার্চ পর্যন্ত পুলিশ রিমান্ডে আনা হয়েছে। এদিকে আইনমন্ত্রী রতন লাল নাথ মার্চ ১৫, ২০২০(রবিবার) এলাকায় গিয়েছেন এবং হতভাগা নিহত যুবতীর বাড়ীতে গিয়ে পরিবার পরিজনের সাথে কথা বলেছেন ও সান্তনা দিয়েছেন।

বাইশ বর্ষীয়া যুবতীর আগুনে ঝলসানো,দুমড়ানো,মুচরানো মৃতদেহ উদ্ধারের পর কিছু কিছু মৌলিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমতঃ যুবতীর মৃতদেহ উদ্ধারের পর সিধাই থানার কর্তৃপক্ষ কেন পুলিশ কুকুর কাজে লাগায় নি? কেন পুলিশ প্রথম দিকে এফআইআর নেয়নি? যুবতীর অভিভাবক দের অভিযোগ মূলে পুলিশ তাৎক্ষণিকভাবে ভাবে তৎপরতা শুরু করেনি?কেন মোবাইল নং ট্রেকিং করেনি?করলে পরেতো টাওয়ার ট্রেকিং-এর মাধ্যমে লোকেশন সনাক্ত করতে পারত। কিন্তু পুলিশ সে পথেই যায়নি। কেন যায়নি এটা পুলিশই বলতে পারবে।অন্যদের পক্ষে বলা সম্ভব নয়।

পুলিশ শুধু একজনকেই গ্রেপ্তার করেছে। ধৃত গাড়ী চালক সৌরভ পাল একজন বিএমএস সমর্থকই নয়, সে ওই অঞ্চলের একজন "হনু" হিসেবে পরিচিত। যে কারনে সে ওই যুবতীর মোবাইল ফিরিয়ে দিতে অস্বীকার করেছে। যুবতীর মা মোবাইল ফিরিয়ে দিতে বারবার অনুরোধ জানালেও সে অস্বীকার করে। সৌরভের এত হিম্মত কিভাবে হয়েছিল?

আর যে মুখ্য প্রশ্নটা উঠেছে তা হল সৌরভের একার পক্ষে যুবতীর গায়ে অগ্নিসংযোগ করা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই তার সাথে আরো কয়েকজন সহযোগী ছিল। সহযোগী যে কয়েকজন ছিল তা উঠে এসেছে স্হানীয় চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বাইশ বর্ষীয়া যুবতীর মার বক্তব্যে। উনি তখন মোবাইল ফিরিয়ে আনতে সৌরভের বাড়ী গিয়েছিলেন তখন তিনি বেশ কয়েকজনের কথা শুনেছেন। পারিপার্শ্বিক তথ্য প্রমানে তাহলে তো প্রমানিত সৌরভ অন্য কয়েকজন কে নিয়ে যুবতীকে হত্যা করে। যদি তাই হয়ে থাকে তাহলে তো বলা যেতে পারে এই ঘটনা পূর্বপরিকল্পিত।

কিন্তু কেন পূর্ব পরিকল্পিত, কি অন্যায় ছিল ওই যুবতীর? সৌরভ পাল কোন হরিদাস পাল যে এত জঘন্য হত্যা কান্ড করতে পারল? অবশ্য সে যদি যুবতীর হত্যা কান্ডের সাথে যুক্ত থেকেই থাকে।তবে যে যাই বলুক, পারিপার্শ্বিক তথ্য প্রমানে এটা সত্য ও বাস্তব এই বর্বরতার মধ্যমনি সৌরভ,যার সাথে বিএমএস-এর সম্পৃক্ততা রয়েছে।

আইনমন্ত্রী রতন লাল নাথ ওই এলাকা সফর করেছেন আজ ১৫ মার্চ, ২০২০। তিনি ওই হতভাগা নিহত যুবতীর বাড়ীতে ও গিয়েছেন। সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি বারবার বলার চেষ্টা করেছেন বা বলতে চেয়েছেন তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে পুলিশ সে পথে এগিয়ে যাবে।ব্যবস্হা গ্রহন করবে দোষীদের বিরুদ্ধে।রতন বাবু আজ প্রথম দিন পুলিশের এফআইআর না নেয়াকে প্রকারান্তরে সমর্থন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন যে কতবার নেয়া হবে এফআইআর? এ আবার কেমন কথা?

পুলিশ যদি জিডি এন্ট্রি করে থাকে প্রথম দিন তাহলে কেন মোবাইল ট্র্যাকিং করেনি প্রথমেই।তা করলে হয়তোবা যুবতীর এমন শোচনীয় মৃত্যু হতো না।

পুলিশ যেমন ডগ স্কোয়াড কাজে লাগায় নি তেমনি মোবাইল ট্র্যাকিংও করেনি। অবশ্য সিধাই পুলিশের তদন্তের ধরন ভিন্ন হলেও হতে পারে যে কারনে পুলিশ সে সব পথ পরিহার করেছে।

এদিকে খবর হলো মুখ্যমন্ত্রী এ ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সঙ্গত ভাবেই রিপোর্ট চাইতেই পারেন।প্রত্যাশা করা যেতেই পারে যুবতীর অস্বাভাবিক মৃত্যু, হত্যাকান্ডের যথাযথ রিপোর্ট রাজ্যবাসীর সামনে আসবে। রাজ্যবাসী কিন্তু এই ঘটনায় হতচকিত ও বিস্মিত।

সব শেষে র এক কথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের গায়ে কেন ১৪ মার্চ, ২০২০(শনিবার) হাত তোলা হয়েছে? কেন সাংবাদিকদের মারধর করা হয়েছে? কেন ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে? কারা এ সব ঘটনার সাথে যুক্ত? এদের রাজনৈতিক পরিচয়ই বা কি?

প্রশ্ন হল গনতান্ত্রিক ব্যবস্হাপনায় বিরোধী দলের নেতৃবৃন্দ অকুস্হলে যাবেন, চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তার পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে যাবেন। কিন্তু এঁরা আক্রান্ত হবেন কেন? এব্যাপারে আইনমন্ত্রী রতন লাল নাথ কিছু বলবেন কি? কেননা ওই এলাকা তো উনার নির্বাচনী ক্ষেত্র। তিনি নিজেও একজন মহামন্ত্রী! (প্রতিবেদক বর্ষীয়ান সাংবাদিক)


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.