ভি এম হাসপাতাল - স্থাপিত ১৯০৩ সন
Dr. Swapan Chowdhury
ডাক্তারি জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে!
ইন্টার্নশীপ ট্রেনিং যে ওখানেই - পেডিয়াট্রিক্স/ ওবি-গাইন /ইমার্জেন্সি
প্রথম রোগী ভর্তি করা- দুরুদুরু বুক- ঠিক লিখেছি তো অর্ডার গুলো? বাচ্চাটি ঠিক হবে তো ?
প্রথম ছুঁচ ফোটানো তিনদিনের নবজাতকের শিরায় - শেফালী দি ( নার্স) - পাশে দাঁড়িয়ে- " করো করো- কিচ্ছু হবে না - আমি তো আছি"
প্রথম লাম্বার পাংচার - দশ মাস বয়েসী বাচ্চার - হাত কেঁপেছিল একটু- যদি স্পাইনাল কর্ডে লেগে যায় নীডলটা !
প্রথম ডেলিভারি নিজের হাতে - সি সেকশন তখন ছিল প্রায় অজানা ! ভয় পাচ্ছিলাম হাত থেকে না ফস্কে পড়ে যায় !
প্রথম ট্রমা রুগীকে মাথায় স্টিচ দেয়া- দায়ের কোপ খেয়ে যে দৌড়ে এসেছিলো ইমার্জেন্সি রুমে - মাথায় হাত চেপে ধরে !
প্রথম দেখা ডাক্তার বিকাশ রায়, মিলন চক্রবর্তী, সাধন দত্তর মতো বিরল ব্যক্তিত্বদের ! কী অসাধারণ ক্লিনিসিয়ান ছিলেন একেকজন- কী যত্ন করে শিখিয়ে দিতেন কী করে সিদ্ধান্তে পৌঁছুতে হয়- শুধুমাত্র ফিজিক্যাল এক্জামিনেশন করে- কী অদ্ভুত ছিল তাদের পর্য্যবেক্ষন ক্ষমতা !
আরো কত কিছু! সাঁইত্রিশ বছর আগে এক সকালে এই বিল্ডিংয়েই রোগী দেখার সময় একটি মেয়ে এসে আমাকে বলেছিলো -" আপনার সঙ্গে একটু কথা আছে - বাইরে আসবেন? " গত ছত্রিশ বছর ধরে সেই মেয়েটি আমার ছায়াসঙ্গিনী- এখনো প্রসঙ্গটা উঠলে যার মুখ লাল হয়ে যায় !
তাই- যখন দেখেছিলাম এই বাড়িটির এই অবস্থা- তখন প্রায় কান্না পেয়েছিলো রাগে দুঃখে ! জানি সময়ের সঙ্গে সবই পালটায় - " পুরাতনকে চিরদিনই নূতনের জন্যে জায়গা করিয়া দিতে হয়"- কিন্তু এটাকে কী আমাদের রাজ্যের গর্ব হিসেবে সংরক্ষণ করা যায় না ? কী অনাদর আর অবহেলায় লাঞ্ছিত হচ্ছে আমাদের এই অতি প্রিয় বিল্ডিংটি !
বারবার মনে হচ্ছিলো বাড়িটি যেন নীরবে বলতে চাইছে - "তোমরা কেন আমাকে বাঁচিয়ে রাখছো না? প্রয়োজন ফুরিয়েছে বলে?"
ক'জন ডাক্তার আছেন আমাদের রাজ্যে যাঁদের মনে একে নিয়ে স্মৃতি নেই?
আমরা কি সব্বাই চেষ্টা করতে পারিনা একে রক্ষা করতে? না হলে কদিন পরেই হয়তো দেখবো বুলডোজার এর নির্মম ধাক্কায় গুড়িয়ে যাচ্ছে
আমাদের এই প্রিয় বাড়িটি! রিয়েল এস্টেট দুষ্প্রাপ্য যে আগরতলায় !!
ছবিটা তোলার সময় অনেক চেষ্টা করেছিলাম পেছনে উদ্ধতভাবে দাঁড়িয়ে থাকা কুৎসিত বহুতল বাড়িটিকে না রাখতে - পারিনি কিছুতেই! এখন মনে হচ্ছে ভালোই হয়েছে- যার চোখ আছে সে বুঝবে কেন বলা হয় -"ওল্ড ইজ গোল্ড"! কী অদ্ভুত একটা আভিজাত্য এই একতলা বাড়িটায় - যার ছিটেফোঁটাও নেই সেই বহুকোটির বহুতলটিতে !
জানি আবেগতাড়িত হয়ে অনেক লিখে ফেলেছি- প্লিজ , মুচকি হাসবেন না !