সমাজকর্মী সংহিতা দত্ত চক্রবর্তী সমাজসেবার জন্য পুরষ্কার পেলেন

রাজেস দাস

সংহিতা দত্ত চক্রবর্তী, ত্রিপুরার রাজধানী আগরতলায় বসবাস করছেন এমন এক শীর্ষস্থানীয় সমাজসেবক এবং তিনি জাতীয় সমাজ কল্যাণ সংস্থা, স্টুডেন্ট সার্ভিসেস অ্যাসোসিয়েশনের স্টেট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, কারণ তিনি শিক্ষার বিভিন্ন সংস্কৃতি ও সংস্কৃতিতে একাধিক পুরষ্কার পেয়েছিলেন। তার দুর্দান্ত অবদান এবং ভাল কাজের জন্য। একজন সমাজকর্মী হিসাবে তাঁর নির্বাচিত ক্যারিয়ার শুরু করার পরে, সংহিতা গত বছর তিনটি পুরস্কার পেয়েছেন, মহারাষ্ট্রের মহামারীতে একজন মহারাষ্ট্রের, স্টুডেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন, নয়া দিল্লির জাতীয় নির্বাহী কর্তৃক প্রশংসার একটি শংসাপত্র এবং প্রশংসার অপর একটি শংসাপত্র তুলে দিয়েছেন। রাষ্ট্রীয় সংস্থা 'ধর্মনগর লাইভ' থেকে শংসাপত্র পেয়েছেন। সংস্কৃতি কর্মী এবং অভিনেত্রী হিসাবে, 2021 এপ্রিল এ সরকারী পৃষ্ঠপোষকতা 'পূর্বাশা স্পেশাল হ্যান্ডলুম' একটি এক্সপোর আয়োজন করে এবং উনাকে অনুষ্ঠানে গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। পুরো শ্রোতা তার গানের পরে প্রশংসিত হয়েছিল। তাছাড়া তিনি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জন দর্পণ এর প্রতিষ্ঠা দিবসে বিশিষ্ট সমাজসেবিকার সম্মান পান । সম্মানিত করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের পত্নী শ্রীমতী নীতি দেব,সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও হেডলাইনস ত্রিপুরার এডিটর প্রণব সরকার ও বিজ্ঞান ও প্রযু্ক্তি বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী। তিনি রাজস্থান সরকার থেকেও একটি স্বীকৃতি পেয়েছেন ..

ত্রিপুরার পাশাপাশি ত্রিপুরার বাইরে মহারাষ্ট্র রাজ্যে উনার কাজের প্রশংসা করেছিলেন অনেকেই। তিনি ম্যান-কাইন্ড হার্ট সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি, তিনি মহারাষ্ট্র সরকারের জাতীয় শিল্পী সমিতির মুম্বই শিল্পীর স্বীকৃতি হিসাবে পরিচিত। দেবদূত হিসাবে সংহিতা দত্ত চক্রবর্তী সমাজের পক্ষে তাঁর কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি বলেছিলেন, "আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হ'ল সমাজের উন্নতি এবং তাদের জন্য অবদানসমূহে কাজ করা; মহামারীটি যে সকল রাজ্যে যাচ্ছে সেই রাজ্যের জন্য সেবা করার আর একটি সুযোগ পেয়েছি এবং আমি আমার সেরা চেষ্টা করব।

তিনি বলেছিলেন যতক্ষণ উনার শ্বাস প্রশ্বাস রয়েছে ততক্ষণ তিনি নিজেকে মানবসেবায় ডুবিয়ে রাখবেন। সুতরাং এটি সত্যিই প্রশংসনীয় এবং অসাধারণ কাজ যা আমাদের সমাজের জন্য অনেক অনুপ্রেরণা।গত জুলাই মাসে তিনি নিজের উদ্যোগে হেলথ ও মেডিক্যাল আওয়ারনেস শিবির উদয়পুর শহরের মায়াপুর গ্রাম প্চায়েতে আয়োজন করেছিলেন। সংহিতা দত্ত চক্রবর্তী ২০২১ এ রাখি উদযাপন করেন সীমান্তরক্ষী বাহিনী,পুলিশ ,ট্রাফিক পুলিশ সহ সাধারণ নাগরিকের সাথে উদযাপন করেন।সঙ্গে ছিলেন ত্রিপুরার বিশিষ্ট মিউজিশিয়ান সহ অন্যান্যরা।তিনি সর্বক্ষনই অসহায় লোকের কথা ভাবেনতিনি আই জি এম ও জি বি হাসপাতাল এলাকায় গরীবদের মধ্যে কাজ করছেনতিনি সাড়া জীবন মানুষের জন্য নি:স্বার্থ ভাবে মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যেতে চান ওনার সাধ্যমততিনি শহরের আখাওড়া চেক পোস্ট , ক্যাপিটাল কমপ্লেক্স ফায়ার স্টেশন, সীমান্ত রক্ষী বাহিনী সহ কিছু সংখ্যক মুসলিম ভাইদের হাতে রাখি পড়ানোর পর মিষ্টিমুখও করান। এতে এটি নতুন সম্পর্ক তৈরি হয়।তাছাড়া তিনি পশ্চিমবঙ্গেও উনার সাধ্যমতো সমাজ সেবামূলক কাজ করেন। উনি গত 2021 সালেও করোনা কালীন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।তিনি সর্বক্ষণই গরিবদের কথা ভাবেন,কিছুদিন আগেই তিনি রাজধানীর মোটরস্টান্ড এলাকা , লক্ষী নারায়ণ বাড়ি রোড, জিবি হাসপাতাল এলাকায় গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন ও মাঝেমধ্যে তিনি মেডিসিন ডিস্ট্রিবিউশন ও করেন। লকডাউনের কারফিউ তে তিনি শহরের বিভিন্ন প্রান্তের অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। প্রতি সোমবার অসহায়দের জন্য স্পেশাল কিছু করছেন। তিনি সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তাছাড়া পুজোর আগে ম্যান কাইন্ড প্রযোজিত ও ড্রিমস স্টুডিও নিবেদিত ভিডিও এ্যালবাম শীঘ্রই মুক্তি পেতে চলেছে নাম নাইয়া রে।

তিনি সারাজীবন ধরে গরীব মানুষের পাশে দাড়িয়ে কাজ করতে চান।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.