সময় এখনো আছে, কোভিড মোকাবেলায় ত্রিপুরাতে দ্রুত অক্সিজেন মজুত ও সরবরাহ নিশ্চিত করা হোক

ডাঃ বাসব ঘোষ

অক্সিজেন স্যাচুরেশন মূল্যায়নের উপর ভিত্তি করে রেডিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল মার্কারগুলির চেয়েও অনেক বেশি ক্লিনিক্যাল রোগ COVID-19। এটি অক্সিজেন নির্ভর একটি রোগ।



1. চিকিত্সা শুরুর জন্য অক্সিজেন স্যাচুরেশনের মূল্যায়ন প্রয়োজন।

২. অক্সিজেনই সর্বাগ্রে প্রয়োজন মূল চিকিৎসার জন্য।

৩. রোগের গতি প্রকৃতি শরীরের অক্সিজেন স্যাচুরেশনের উপর নির্ভর করে।

৪. শরীরের অক্সিজেনের চাহিদার ভিত্তিতে হাসপাতাল থেকে রোগীকে বাড়ি যেতে দেওয়া হয় ।



ত্রিপুরায় COVID-19 এর দ্বিতীয় ডেউ সংক্রান্ত আসন্ন সঙ্কটে, ভারতের অন্যান্য অঞ্চলে COVID -১৯ এর বর্তমান প্রবণতা অনুসারে, রোগীদের অক্সিজেনের চাহিদা একটি বড় উদ্বেগের বিষয়। সুতরাং, নিম্নলিখিত প্রশ্নগুলো সন্তোষজনক ভাবে সমাধান করা প্রয়োজন !



আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে



1) কয়টি অক্সিজেন যুক্ত বিছানা রয়েছে এবং সেই বিছানা গুলোতে অক্সিজেনের চাপ কতটা বজায় থাকে?

2) কয়টি বিছানা অনুনাসিক prongs সহ প্রতি মিনিটে অক্সিজেন চাপ 4 লিটার পর্যন্ত সরবরাহ করতে সক্ষম?

3) কয়টি বিছানা ফেস মাস্ক দিয়ে প্রতি মিনিটে অক্সিজেন চাপ 5 থেকে 10 লিটার পর্যন্ত সরবরাহ করতে সক্ষম?

৪) কয়টি বিছানা Non Re-breathing Mask (যেখানে প্রতি মিনিটে 10 থেকে 15 লিটার চাপ বজায় থাকে) এর ব্যবস্থা সহ রয়েছে?

5) হাই ফ্লো অনুনাসিক কাননুলা ( HFNC) প্রতি মিনিটে 10 থেকে 60 লিটার অক্সিজেন সরবরাহ করে। বর্তমান দৃশ্যে এই ডিভাইসটির খুব প্রয়োজন এবং জীবন দায়ক। ত্রিপুরাতে কয়টি HFNC আছে?

6) নন ইনভেসিভ ভেন্টিলেশন (NIV) সহ কতগুলি হাই ডিপেন্ডেন্সি বেড (এইচবিডি) রয়েছে রাজ্যে?

7) মেকানিক্যাল ভেন্টিলেটর পর্যায়টি বর্তমান দৃশ্যে সর্বশেষ এবং খুবই ভয়াবহ। আমরা কী মেকানিক্যাল ভেন্টিলেশনের আগে এই রোগ বন্ধ করতে প্রস্তুত?



আমরা কি আসলেই প্রস্তুত? নাহলে তবুও আমাদের হাতে এক মাস সময় আছে প্রস্তুত হতে !

তবে আমি বিশ্বাস করি যে এই প্রস্তুতি অবশ্যই প্রয়োজন, অন্যথায় আগরতলা শ্মশানও দিল্লি বা মুম্বাইয়ের শ্মশানের মতোই ব্যস্ত থাকবে!


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.