সাধু সাবধান,মানুষ কিন্তু জেগে উঠছে

শ্রাবন্তী ঘোষ

আগরতলা, ২৩ এপ্রিল, ২০২১: আজ একটু প্রতিবাদ করে এলাম এইমাত্র। Vishal এর উল্টো দিকে Scooty টা দাঁড় করিয়ে একদম পাশে ফুলের চারা দেখছি। একজন মেয়ে লোক এসেই বলল "পার্কিং ফি ১০ টাকা লাগব"। আমি কিন্তু Scooty তে তখনো বসে আছি। আমি বললাম "আমি তো এক্ষুনি চলেই যাচ্ছি"। কিন্তু মেয়েটি নাছোরবান্দা ! ঐ স্হানে এক মুহূর্ত দাঁড়ালেই টাকা দিতে হবে।

আমি তখন বাধ্য হয়ে Scooty থেকে নেমে টাকা বের করেই রসিদ (Receipt) দেখতে চাইলাম। দেখলাম Municipality Dept.

Three Wheeler - 10 ₹ & Four Wheeler - 15 ₹

🚳N. B এই লেখাটা রসিদের যেই অংশটি ওদের কাছে থাকবে সেখানে লেখা আছে আর আমাকে যে অংশটা দেওয়া হবে সেখানে কিছু (Two/Three/Four wheeler) লেখা নেই।

আমি তখন জিজ্ঞেস করলাম, "এখানে তো Two Wheeler - এর উল্লেখ নেই। তাহলে তোমরা এই রসিদ দিয়ে Two Wheeler দের থেকে কেন টাকা নিচ্ছ?"

তখন সে চিল চিৎকার করে লোক জড় করে ফেলল। এইবার যে টাকাটা দেবার জন্য বের করেছিলাম আবার ব্যাগে রেখে দিলাম। লাইভ Video করতেই পারতাম আর ভোক্তা আদালতেও নিয়ে যেতে পারতাম। COVID পরিস্হিতির কথা মাথায় রেখে কিছু করিনি।

তা যাই হোক, এবার আমিও ছাড়ার পাত্রী নই। মেয়েটি সাথে সাথে ফোন করতে শুরু করল। আমি ঠায় দাঁড়িয়ে মজা দেখছি। এইবার আমি জড় হওয়া লোকদের বিস্তারিত সবটা যখন বর্ণনা করলাম, সবাই এইবার আসল ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটিকে চেপে ধরল। সব লোক বুঝে গেছে ততক্ষনে যে ভাওতাভাজি করে কিভাবে টাকা লুটছে !

এবার আমি নাছোড়বান্দা ! আমি টাকা দেব কিন্তু Two Wheeler উল্লেখিত রসিদ আমাকে দিতে হবে। নয়তো আর একটিও Two-wheeler থেকে টাকা নেওয়া যাবে না। মেয়েটি অনেক্ষন ফোন টোন করার পরও যখন কেউ এল না তখন সরকারের নাম টাম ধরে অনেক আস্ফালন দেখাতে লাগল। বলে এলাম "Scooty র নাম্বার লিখে রাখুন। মন্ত্রীসভায় উত্থাপন করবেন। তারপর নাহয় আমিও রইলাম"। আজকে এই প্রথম আমার জীবনে রাস্তায় জড় হওয়া লোকগুলো আমার এই প্রতিবাদকে বাহবা দিল, পাশে থাকল, প্রতিবাদও করল। আগে পাবলিক স্হানে কোনো ব্যাপারে প্রতিবাদ করলে কেউ এগিয়ে আসেনি তাই ভাল লাগল।

একটা ব্যাপার কিছুদিন যাবৎ লক্ষ‍্য করছি। হুটহাট করেই যেকোনো জায়গায় পার্কিং ফি ধরিয়ে দেওয়া হচ্ছে। চ্যাংড়া কতগুলো ছেলে-মেয়ে (বাচন ভঙ্গি জঘন্য) গলায় একখানা I-card ঝুলিয়ে হাতে কলম আর গোলাপী হলুদ রসিদ সহ একখানা VIP ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে ! "পার্কিং লাগব কিন্তু !" চলতি পথে বাইক স্কুটি দাঁড় করিয়ে চকোলেট কিনলেও ফি দিতে হচ্ছে (Opposite Tulshiboti School) "আজব দেশের গজব নিয়ম !" পার্কিং ফি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিশেষ বিশেষ দিনে ফি ধরিয়ে দেওয়া হয়, আবার এমনি সময় ফি -এর বালাই নেই। যেমন বই মেলায় পার্কিং ফি ছিল। আবার একি স্হলে সরস মেলায় ছিল না। এটা কি উপরি টাকা ইনকাম ? আমাদের বেকারদের পকেট কেটে ? বলি অটো স্টেন্ডে যে অটো থাকে এদের থেকেও কি পার্কিং নেওয়া হয় ? সেক্ষেত্রে অবশ্য অন্য ভাবেও নেওয়া হয়। সেই চালক এমনিতেও Tax দিচ্ছে আবার....

তাহলে রাস্তার পাশে দোকান যাদের আছে কিন্তু জিনিষগুলো সব রাস্তায় ডিসপ্লে করা অর্ধেক জায়গা জুড়ে ব্যাবসা করছে, সেক্ষেত্রে ফি নিচ্ছেন তো ? মঠ চৌমুহনী থেকে বটতলা পর্যন্ত ডানে বামে প্রচুর দোকান যাদের সব জিনিষ রাস্তা এবং ফুটপাথ দখল করে গড়ে ওঠা। তা পার্কিং ফি নিচ্ছেন তো ?

রাস্তায় যে আমাদের যানবাহন চলবে এই জন্য কিন্তু আমরা Road Tax দিই। তো সেইক্ষেত্রে রাস্তায় আমি Scooty নিয়ে একমুহূর্ত দাঁড়াতে পারবনা এই শর্ত লেখা নেই (Rules and Act এইমাত্র পড়েই কিন্তু পোষ্টটা দিচ্ছি)। আমাদের Tax এর টাকাতেই রাস্তাঘাট দেখভাল হয়। তাই সেখানে অন্যরা ফুট আর রাস্তা দখল করে রয়েছে সেটার কিছু না করে সরকার আমাদের কাছ থেকে বিভিন্ন পয়তরা ব্যবহার করে ফি নিচ্ছে ! কত উপায়ে যে ফি নেবে !

আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সবাই ভাল করে রসিদ পড়ে নেবেন টাকা দেওয়ার আগে। অন্যায়ের প্রতিবাদ করবেন। সেখানে প্রশাসন আর রাজনীতি পরে আসবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.