আমার বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা
অনুরাগ বর্দ্ধন
March 13, 2025
প্রথম দিনের স্কুলে যাওয়ার অনুভূতি সবসময়ই বিশেষ কিছু। ছোটবেলায় প্রথমবার যখন আমি বিদ্যালয়ে যাই, তখন এক অদ্ভুত উত্তেজনা আর ভয় মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সেদিন সকালেই মা আমার জন্য নতুন স্কুলের ইউনিফর্ম, ব্যাগ আর জুতো প্রস্তুত করে দিয়েছিলেন। আমি আনন্দে আর কৌতূহলে ভরা মনে সময় মতো স্কুলে রওনা দিই।
বিদ্যালয়ের গেটের কাছে পৌঁছে দেখি অনেক শিশু আর তাদের অভিভাবকরা ভিড় করে দাঁড়িয়ে। নতুন পরিবেশ দেখে আমার একটু ঘাবড়ে যাওয়ার মতো লাগছিল। কিন্তু মা আমাকে সাহস দিলেন। তিনি বললেন, "নতুন বন্ধুদের সঙ্গে মিশবে, সব ঠিক হয়ে যাবে।"
শ্রেণিকক্ষে ঢুকে দেখি, সেখানেও অনেক শিশু তাদের নতুন পরিচিতি খুঁজছে। আমার ক্লাসটিচার, মিস গুপ্ত, হাসিমুখে সবাইকে স্বাগত জানালেন। তার বন্ধুসুলভ আচরণ আমাদের ভয়ের বদলে স্বস্তি এনে দিল। প্রথমে সবার নাম বলা আর নিজেদের পরিচয় দেওয়ার পর্ব শুরু হয়। আমার পাশের সিটে বসা ছেলেটির নাম ছিল অভ্র। আমরা একসঙ্গে কথা বলতে শুরু করি, আর খুব দ্রুতই বন্ধু হয়ে যাই।
সেদিন প্রথমবারের মতো ক্লাসে খাতা-কলমে লিখতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর টিফিনের সময় সবার সঙ্গে মাঠে খেলাধুলাও করেছিলাম। বাড়ি ফিরে মাকে সবকিছু আনন্দিত হয়ে জানিয়েছিলাম।
সেই প্রথম দিনের অভিজ্ঞতা আজও আমার মনে গভীরভাবে রয়ে গেছে। নতুন বন্ধু, শিক্ষকদের আন্তরিকতা, আর বিদ্যালয়ের পরিবেশ আমার মনে শিক্ষা নেওয়ার প্রতি ভালোবাসার বীজ বপন করেছিল। এটি সত্যিই আমার জীবনের একটি স্মরণীয় দিন।
অনুরাগ বর্দ্ধন
অষ্টম শ্রেণি
ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
আগরতলা, ত্রিপুরা
আরও পড়ুন...