বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকে গত পাঁচ বছরে পিছিয়ে গেছে আমাদের রাজ্য ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকে গত পাঁচ বছরে পিছিয়ে গেছে আমাদের রাজ্য ত্রিপুরা। না, এটা কোনো বিরোধী বা স্বদলীয় সংস্কারপন্থীদের রাজনৈতিক বক্তব্য নয়। বলছে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিসম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট। প্রতি পাঁচ বছর পরপর দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালিয়ে প্রকাশিত হয় 'জাতীয় পরিবার স্বাস্থ্য সার্ভে' যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকের তথ্য থাকে।

গত ১২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী NFHS-5 (2019-20) এর তথ্য সম্বলিত রিপোর্টটি প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে যে, বিগত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সংক্রান্ত সূচকগুলির ক্ষেত্রে পিছিয়ে গেছে ত্রিপুরা সহ দেশের বেশকিছু রাজ্য।

বিশেষকরে শিশু মৃত্যুর হার, রক্তাল্পতা, অপুষ্টির হার ইত্যাদি সূচকের ক্ষেত্রে উদ্দ্যেগজনক অবনতি দেখা গেছে।

যেখানে পাঁচ বছর আগের NFHS-4 অনুযায়ী ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এক বছর ও পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার ছিলো 26.7% ও 32.7%, NFHS-5 অনুযায়ী দুটোই বেড়ে হয়েছে যথাক্রমে 37.6% ও 43.3%।

শিশুদের ও গর্ভবতী মহিলাদের রক্তাল্পতার হার আগে ছিলো 48.3% ও 54.4%, এখন বেড়ে হয়েছে 64.3% ও 61.5%। পুরুষদের ক্ষেত্রেও রক্তাল্পতার হার বেড়েছে।

পাশাপাশি সাম্প্রতিক সার্ভে অনুযায়ী আমাদের রাজ্যে পাঁচ বছরের নিচে শিশুদের অপুষ্টির হারও উদ্দ্যেগজনকভাবে বেড়েছে। HIV/AIDS সংক্রান্ত ব্যাপারে জনসচেতনতা বিগত পাঁচ বছরে রাজ্যের পুরুষ ও মহিলা উভয়দের ক্ষেত্রে কমেছে।

আশা করা যায়, এইসব তথ্য এটা পরিস্কার বুঝিয়ে দেয় জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অবনতি হয়েছে আমাদের রাজ্যে। কুম্ভকর্ণ এর নিদ্রা থেকে জেগে উঠে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্যভিত্তিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক গুলির উন্নতির জন্য অতিশীঘ্র সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে তৎপর হবেন।

Source: http://rchiips.org/NFHS/NFHS-5_FCTS/NFHS-5%20State%20Factsheet%20Compendium_Phase-I.pdf


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.