৷৷ সৌমিত্র চট্টোপাধ্যায়কে খোলা চিঠি ৷৷

অরিন্দম নাথ

প্রিয়

ফেলুদা,

তুমি আমার দেখা রূপালী পর্দার প্রথম নায়ক । আমি ধর্মনগরের ছেলে । সালটা ঠিক মনে নেই, ক্লাস ফোর-ফাইভে পড়ি । বাংলাদেশ যুদ্ধের পরের ঘটনা । তুমি ধর্মনগরে এসেছিলে । সবাই বলছিল বিসর্জন নাটকের শুটিং হবে । তখন কৈলাশহর বিমান বন্দরে এরোপ্লেন ওঠানামা করত । কৈলাশহর হয়ে উনকোটি দেখে ধর্মনগর ডাক-বাংলোয় উঠলে । পথে হাফলং ছড়া চা-বাগানেও কিছুক্ষণ ছিলে ৷ ডাক-বাংলো আমাদের বাড়ির লাগোয়া । তাই আমাদের আনন্দ আর ধরে না । একবেলা ছিলে । লোকজনের কি উন্মাদনা ! তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম । তারপর অনেক নায়ক-নায়িকা দেখেছি । শ্রীদেবীকেও তাঁর সেরা সময়ে দেখেছি । কিন্তু তোমার মত ভালো লাগেনি । ভালো লাগাটাও হয়তো আপেক্ষিক । যে ধরনের বই কিংবা গল্প একটি লোক পড়তে ভালোবাসে, সেই বই কিংবা গল্পের সফল চরিত্রায়নের শিল্পীকে হয়তো ভালো লাগে । তোমার আবৃত্তিও ভালো লাগতো । নাটকেও তুমি ছিলে নিজস্ব স্বকীয়তায় ভাস্বর ৷

তারপর তোমাকে বেশ কয়েকবার দেখেছি । ইদানীং ভালো লাগায় একটু ভাটা পড়েছিল । সোস্যাল মিডিয়ায় একটি লেখা পড়েছিলাম । তুমি নাকি গ্রহরত্নের বিজ্ঞাপনে অংশ নিয়েছ । মন মানতে চায়নি । তাছাড়া বিজ্ঞাপনটি আমি চাক্ষুষ করিনি । যদি সত্যি হয়, এক ধরনের দ্বিচারিতা । তোমাকে সন্দেহের উর্ধ্বে রাখছি । তোমাকে প্রণাম । নতুন ঠিকানায় ভালো থেকো । হয়তো একদিন আবার দেখা হবে । শুভ কামনা ।

ইতি

তোমার এক গুনমুগ্ধ ভক্ত ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
মন্তব্যের তারিখ (Posted On)মন্তব্যকারির নাম (Name)মন্তব্য (Comment)
19.11.2020Ashim MajumderOsadharon chithi ta. Soumitra Chatterjee sudhu India Ari ekjon obhineta chilen na. Tar nam ,dak, jos ar khyati sara biswa jure ache. Onar cinema bela seshe amar vishon valo legeche.