৷৷ সৌমিত্র চট্টোপাধ্যায়কে খোলা চিঠি ৷৷
অরিন্দম নাথ
প্রিয়
ফেলুদা,
তুমি আমার দেখা রূপালী পর্দার প্রথম নায়ক । আমি ধর্মনগরের ছেলে । সালটা ঠিক মনে নেই, ক্লাস ফোর-ফাইভে পড়ি । বাংলাদেশ যুদ্ধের পরের ঘটনা । তুমি ধর্মনগরে এসেছিলে । সবাই বলছিল বিসর্জন নাটকের শুটিং হবে । তখন কৈলাশহর বিমান বন্দরে এরোপ্লেন ওঠানামা করত । কৈলাশহর হয়ে উনকোটি দেখে ধর্মনগর ডাক-বাংলোয় উঠলে । পথে হাফলং ছড়া চা-বাগানেও কিছুক্ষণ ছিলে ৷ ডাক-বাংলো আমাদের বাড়ির লাগোয়া । তাই আমাদের আনন্দ আর ধরে না । একবেলা ছিলে । লোকজনের কি উন্মাদনা ! তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম । তারপর অনেক নায়ক-নায়িকা দেখেছি । শ্রীদেবীকেও তাঁর সেরা সময়ে দেখেছি । কিন্তু তোমার মত ভালো লাগেনি । ভালো লাগাটাও হয়তো আপেক্ষিক । যে ধরনের বই কিংবা গল্প একটি লোক পড়তে ভালোবাসে, সেই বই কিংবা গল্পের সফল চরিত্রায়নের শিল্পীকে হয়তো ভালো লাগে । তোমার আবৃত্তিও ভালো লাগতো । নাটকেও তুমি ছিলে নিজস্ব স্বকীয়তায় ভাস্বর ৷
তারপর তোমাকে বেশ কয়েকবার দেখেছি । ইদানীং ভালো লাগায় একটু ভাটা পড়েছিল । সোস্যাল মিডিয়ায় একটি লেখা পড়েছিলাম । তুমি নাকি গ্রহরত্নের বিজ্ঞাপনে অংশ নিয়েছ । মন মানতে চায়নি । তাছাড়া বিজ্ঞাপনটি আমি চাক্ষুষ করিনি । যদি সত্যি হয়, এক ধরনের দ্বিচারিতা । তোমাকে সন্দেহের উর্ধ্বে রাখছি । তোমাকে প্রণাম । নতুন ঠিকানায় ভালো থেকো । হয়তো একদিন আবার দেখা হবে । শুভ কামনা ।
ইতি
তোমার এক গুনমুগ্ধ ভক্ত ।