তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে !

শিলাজীৎ কর ভৌমিক

প্রিয় খিদ্দা,

আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে! আমার আর কি রইল? আমি এক গরীব ঘরের মেয়ে। দাদার স্বপ্ন ছিল আমাকে সাঁতারের চ্যাম্পিয়ন বানাবেন। তিনি অকালে চলে গিয়েছিলেন। আমি তখন দিশেহারা। তুমি না থাকলে আমার প্রয়াত দাদার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হত না। গরীব ঘরের মেয়ে হওয়ার জন্য আমাকে ধনী বড়লোকদের কত চক্রান্তের স্বীকার হতে হয়েছিল। তুমি এসব নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে শুধু আমার জন্যে। অবশেষে, আমাকে 'ন্যাশানাল সুইমিং চ্যাম্পিয়নশিপ'-এ ঢোকাতে তুমি পেরেছিলে। আমি কষ্ট করে সাঁতার কাটছিলাম। তুমি চেঁচিয়ে বলছিলে, 'ফাইট কোনি ফাইট', 'ফাইট কোনি ফাইট'। অবশেষে, আমি জিতে গিয়েছিলাম। বরং, তুমি জিতে গিয়েছিলে। তুমি সেদিন আমাকে বলেছিলে, "পারে। মানুষ সব পারে। ঠিকমতো সুযোগ দিলে সব পারে।" তুমি যখন আইসিইউতে ছিলে, আমি তখন মনে মনে বলছিলাম, "ফাইট খিদ্দা ফাইট"। তুমি তোমার কোনি-কে জিতিয়েছ। অথচ আজ তুমি নিজে হেরে গিয়েছ! আমি বিশ্বাস করতে পারছি না। আজ আর কেউ রইল না আমাকে অনুপ্রেরণা দিতে। আমি আমার দাদাকে দ্বিতীয়বার হারালাম। খিদ্দা, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। খালি মনে পড়ছে তোমার সেই কথা 'ফাইট কোনি ফাইট'!

ইতি,

তোমার কোনি

(পুনশ্চঃ এই কাল্পনিক চিঠি আমার মস্তিষ্কপ্রসূত প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়-কে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য)


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.