বর্তমান যুগে বইয়ের প্রয়োজনীয়তা
বৈভব বিশ্বাস
March 1, 2025
'বর্তমান যুগে বইয়ের প্রয়োজনীয়তা' — এই কথা শুনলে অনেক তরুণ-তরুণীদেরই মনে হয় যে, আজকের যুগে বই আর কে-ই বা পড়ে, বর্তমান যুগ মানেই তো শুধুমাত্র মোবাইল আর মোবাইল, যদি পড়তে হয় তাহলে তো অনলাইনেই পড়া যায়। যুগ এতো উন্নত হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জিনিসও আছে যা দিয়ে নিমেষে অনেক কাজ করা যায়, কিন্তু আজকের দিনেও বই যে একবারেই তুচ্ছ জিনিস নয়, তা প্রমাণ করে মানুষের বই পড়ার উৎসাহ। বই পড়ার মধ্য দিয়ে যেমন আমাদের জ্ঞান বাড়ে তেমনি আমাদের শব্দের ভান্ডার পরিপুষ্ট হয়। বই পড়লে নিজেদের সংস্কৃতি, আদর্শ ও রীতি আরও অনেক কিছু জানা যায়। বই একজন ভালো বন্ধু হিসেবেও কাজ করে। বই পড়লে আমাদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধি হয়। বই পড়লে আমাদের ভাবপ্রকাশের ভঙ্গি উন্নত হয় এবং ব্যাকরণ সম্বন্ধে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। সাড়া দিনের কাজের চাপ থেকে রেহাই পাওয়ার জন্য- বইয়ের গুরুত্ব অনেক। নিজের সাবজেক্ট সংক্রান্ত বিষয়ের বই পড়ার মাধ্যমে অনেক জ্ঞান আয়ও করা যায়। সেই জ্ঞান আমাদের পরীক্ষা ছাড়া ও জীবনে অনেক কাজে লাগে। এই ডিজিটাল দুনিয়ায় বইয়ের প্রয়োজনীয়তা যে আজও কমে যায়নি তার সবচেয়ে বড় এবং জলজ্যান্ত উদাহরণ বইমেলা। যদিও বইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সবটা বলা এত অল্পেতে সম্ভব নয়, তবুও আমি প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। শেষে এতটুকুই বলার যে বর্তমান যুগ ডিজিটাল যুগ হওয়া সত্ত্বেও বইয়ের প্রয়োজনীয়তা কিন্তু আজত্ত অপরিসীম।