।। অজানা সংলাপ ।।

অরিন্দম নাথ

স্যোসাল মিডিয়ায় আমার বন্ধু সংখ্যা প্রচুর । এর যেমন ফায়দা আছে । আবার ঝামেলাও আছে। অনেক সময়েই উটকো অনুরোধ আসে । অনেকে ভুলে যান প্রতিটি মানুষের কর্মজীবনের বাইরেও একটি জগত থাকে । আবার কিছু ম্যা সেজ আসে whatsapp-এ । যিনি পাঠাচ্ছেন তিনি হয়তো আমার কনট্যাক্ট লিস্টে নেই । তবু শুভেচ্ছা বাণী, গান, ভিডিও দিনভর আসতে থাকে । অনেককে ছবি দেখে চিনতে পারি । অনেকের আবার ছবি থাকে না । ভূতুরে প্রেরক । সম্প্রতি এমনি একটি অডিও সংলাপ পেয়েছি । ভালো করে যাচাই করার আগেই মিলিয়ে যায় । তবে বুঝতে পেরেছি এই সংলাপ করোনা সম্পর্কিত । যতদূর মনে রাখতে পেরেছি, তুলে ধরছি:

কিতা-লো ? কই যাস?

- যাই দেখি অন্য কোনটারে ধরতাম পারিনি ?

- কের লাইগ্যা ? যেখানে গেছলি হেইখানো কাজ হইছে না ?

- অইলে কি আর অন্য খানও যাই?

- কের লাইগ্যা ? হেই ব্যাডার বয়স কত?

- বয়স হইছে । পাঁচ পঞ্চাশ পাইর হইছে ।

- তাইলেতো বুড়া হইছে । এত সমস্যা কের লাইগ্যা? হেই ব্যাডা কি ঘরের বাইরে একদম বাইরয় না?

- না, বাইরয় । ব্যাডার ইমুনিটিতা বালা । আমার আগে তিনজনে আইয়া চেষ্টা কইরা গেছে ।

- কছ্ কিতা ? তরা কি একলা যাস্ ?

- না, না, দল বাইন্ধাই যাই । ব্যাডা বড় সেয়ানা ।

- কি রকম?

- আগে থাইক্যারঐ সকালে কাচা হলুদ খায় । কমছে কম ত্রিশ বছর যাবত । কয়েক বছর হইছে মেথির জল আর রসুন খায় । মধুও খায় । একসময় বুলে অ্যালোভেরা খাইতো । এখন খায় না। মাঝে মাঝে গায়ে অ্যালোভেরার জেল মাখে ।

- অ্যালোভেরা খায় কের লাগিয়া?

- ব্যাডার স্কিন বুলে খুব সেনসেটিভ । অ্যালার্জি হইয়া যায় ।

- তাইলে অ্যালার্জির লট লইয়া গেলেই পারস ।

- গেছিলতো ! বেশ কাবুও কইরা ফালাইছিল । কিন্তু ব্যাডার বৌ আবার ডাক্তার । ম্যা ডামে ঔষধ দিয়া সামলাইয়া লাইছে ।

- ব্যাডার কিতা ডায়াবেটিস টেটিস নাইনি ?

- না, ডায়াবেটিস নাই । শ্বাসের ব্যারামও নাই ।তবে ব্লাড প্রেশার আছে । ঔষধ খাইয়া ঠিক ঠাক রাখছে । সকালে এক ঘণ্টার উপর হাটে । হাটতে যাওয়ার আগে ওম গরম জলে লেবুর রস মিশিয়ে খায় । অনেক সময় প্রাণায়ামও করে । সমস্যা হইছে টেনশন নেয় না ।

- তাবিজ কবজ নেয়নি ?

- পাগলে পাইছে তরে ! হেই ব্যাডায় গ্রহরত্ন ইতা কুন্তা বিশ্বাস করে না । কয় যারা করোনায় মারা যাইতাছে তারার নব্বই পারসেন্টের উপরেই গ্রহরত্নে বিশ্বাসী । হেই ব্যাডার কথা শুনলে হাসি পায় ।

- কিতা ?

- ব্যাডায় কয় হের পরিচিত যারাঐ করোনায় মারা গেছে তারার হাতের আঙ্গুল গ্রহ-রত্নের আংটি আছিল । তবু তারা মরছে । এখন জ্যোতিষীরা কেন উচ্চবাচ্য করে না ? কেন করোনা আটকাইতে অব্যর্থ তাবিজ-কবজ, আংটি, পাথর দেয় না ?

- হেই ব্যাডাতো দেখতাছি আসলেও সেয়ানা । মড়কিনাউরা । যমেও নেয় না ।

- ঠিকঐ কইছত্ । হেই ব্যাডায় কয় করোনারে যমে পৃথিবীত পাঠাইছে । যমের নাকি পাঁচ সাকরেদ ! ক্রোধ, জরা, ঈর্ষা, কাল আর ব্যাধি ।

- ঠিক কথাই তো কয় ।

- কিন্তু মর্কিনেওরা আমরারে এরমধ্যে জুড়ছে !

- কি রকম ?

- কয় Covid শব্দের পাঁচটি অক্ষরের মধ্যেই যমরাজের এই পাঁচ সাকরেদ আছে- Cruelty, Old age, Vindictiveness, Interval of time এবং Disease.

- আসলেওতো হেই ব্যাডা ভীষণই সেয়ানা । ব্যাডার ইমুনিটিও বাইরা যাইতাছে গা । এমন আছে এন্টিবডিও শরীরে হইয়া গেছে ।

- হেই ব্যাডায় কয়, আধমরা হইয়া বাইচ্চা লাভ নাই । উইমেনরারে লাভ করবায়। ভালোবাসবায়। আর মেনরারে এড়াইয়া চলবায় ।

- তুইওতো উইমেন !

- আমরার ভাইরাসরার আবার মেইল ফিমেল কিতালো ?

- আমি যেমন মেইল ভাইরাস । উইমেনের শরীরে ঢুকার চেষ্টা করি । আর তরা হইছত্ ফিমেল ভাইরাস । তরা পুরুষের শরীরে ঢুকার চেষ্টা করছ । আমরার থাইক্যা তরার শক্তি বেশী । তাই ব্যাডা মানুষেরা বেশি মরে ।

- হেই ব্যাডার Women কথার অর্থ ভিন্ন । এই women শব্দের পাঁচটা অক্ষর দিয়া একটা ফর্মুলা বানাইছে- Wash your hands with soap or sanitizer, Observe social distance, Mask your face, Exercise daily এবং Not to go out unless it is absolutely necessary.

- ব্যাডাতো দেখতাছি আসলেও মড়কির উফরা ! আর মেনরে কের লাইগ্যা এড়াইয়া চলতে কয়?

- ব্যাডার কথায়, men শব্দের তিনটি অক্ষরের মানে হইতাছে Mouth, Eyes আর Nose এ ছুঁইবায় না ।

- আমি বুঝতাম পারি না, মানুষ এত সেয়ানা হইতো পারেনি ? একবার নাকে ঢুইক্যাা পড়লেই হইলো ।

- পড়ছোনাতো যবনের হাত ! ব্যাডায় দিনে কয়বার কইরা গরম জলের ভাপ নেয়, তার খেয়াল রাখনি !

- তাইলে মুশকিল আছে । দেখ চেষ্টা কইরা একবার নি হাসপাতাল নিয়া ভর্তি করাইতে পারছ !

- এত ইজি হইতো না ! ব্যাডার বি সি জি ভ্যাকসিন নেওয়া আছে । হাইড্রোক্সি ক্লোরকুইনও খাইয়া রাখছে । এখন আবার শুনছি আইভারমেকটিন খাইতাছে ।

- ব্যাডায় কি কাজ করে ?

- পুলিশে চাকরি করে ।

- ধূর লো ! তুই আগে কইলেই পারতিস । হুদ্দাহুদ্দি আমার কতটা সময় নষ্ট করছত । পুলিশ আবার মানুষ হয়নি, ইতাতো যন্ত্র !

- তয় কিন্তু ব্যাডা মরব ! রাবার বাগান গিয়া মরবো ।

আমার মনে হয়, এই সংলাপ হয়েছে দুই করোনা ভাইরাসের মধ্যে !


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
মন্তব্যের তারিখ (Posted On)মন্তব্যকারির নাম (Name)মন্তব্য (Comment)
17.09.2020Biswanath BhattacharyaExcellent, Kindly keep on writing . i am fan of your write ups.
15.09.2020Dipak PaulSir, Darun likhechen.