আইনই কি জীবনের শেষ কথা?

বিকচ চৌধুরী

আজ দেশ জুড়ে যখন সংসদে গৃহীত আইনের বিরুদ্ধে তীব্র জন বিস্ফোরন ঘটছে তখন মনে পড়ে 1975 সালে সুপ্রিম কৌর্টের জাস্টিস কৃষ্ণ আইযারের সেই বিখ্যাত উক্তি যেখানে তিনি সংসদে ইন্দিরা গান্ধীর নির্বাচান বাতিল করেও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়ার সপক্ষে মন্তব্য করে বলে ছিলেন-"Life is larger than law ",

আমাদের ত্রিপুরা রাজ্যে একজন তরুণী ডাক্তার সেই 1974 সালে তার কিডনি বিকল হওয়ার জন্যে সরকারি অর্থ সাহায্যের আবেদন জানান।অর্থ সচিব সেই ফাইলে লিখে দেন -"There is no provision for such assistance in the Medical Reimbursement Rules".সেদিনের মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্ত জাস্টিস আইয়ারের সুবিখ্যাত রায়ের এক বছর আগেই ফাইলে সেদিন সবুজ কালিতে লিখেছিলেন-"Life is larger than law.Sanctioned Rs one lakh."প্রায় অর্ধ শতাব্দী কাল পরেও এই উজ্জ্বল মানবিকতার নিদর্শন আমি আজো ভুলতে পারিনা।ড:রত্না দেবরায় সেই মহান মানবিকতার সৌজন্যে আজো বিদেশে স্বামী ড:বাবুল দেব রায় ও পুত্র কন্যা নিয়ে বেঁচে আছে।Great people think alike.'সম্ভবামি যুগে যুগে'-এটাই ভারতবর্ষের বার্তা।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.