কি কি‌ নতুন নিয়ম এলো নয়া শিক্ষাক্ষেত্রে

বিশেষ প্রতিনিধি

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হলো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং ৩২ বছর পর আবার নতুন করে শিক্ষানীতি গঠন হলো । উল্লেখযোগ্য কিছু শিক্ষানীতি তুলে ধরলাম -

১) পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজ নিজ রাজ্যে নিজস্ব মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করতে হবে ‌। চাইলে ছাত্ররা নিজস্ব মতামতের ভিত্তিতে তা অষ্টম (৮) শ্রেণি পর্যন্ত করতে পারে ।

২) নবম(৯) শ্রেণি থেকে দ্বাদশ(১২)শ্রেণি পর্যন্ত চারবছরে আটটি সেমেস্টার দিতে হবে । অর্থাৎ মাধ্যমিকের কোনো ভ্যালু থাকলো না আর ।

৩) এবার থেকে কলেজে ৪ বছরের অনার্স কোর্স করতে হবে ।

৪) উচ্চশিক্ষায় এমফিল উঠে যাচ্ছে ।

৫) স্নাতকোত্তর যে কোনো ক্ষেত্রেই পার্মানেন্টলি একবছর/দুবছর করে দেওয়ার পরিকল্পনা ।

৬) এবার থেকে ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দের বিষয়ের কম্বিনেশন রাখতে পারবে একাদশ(১১) শ্রেণি থেকেই । যেমন, কেউ চাইলে পদার্থবিদ্যা(Physics) বা কেমিষ্ট্রির (Chemistry) এর সাথে Fashion Designing নিয়েও পড়তে পারে ।

৭) নবম(৯) শ্রেণি থেকেই ছাত্র‌ছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় চয়েস করতে পারবে ।

উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে সারা ভারতবর্ষের প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
মন্তব্যের তারিখ (Posted On)মন্তব্যকারির নাম (Name)মন্তব্য (Comment)
06.08.2020samir ghoshsir i have a question about no 1. If the child is staying in other then his native state, with his parents ?like south india or north india?