বাতাসেও মারন করোনা ভাইরাস বিস্তার লাভ করছে, দেশ বিদেশের প্রায় ২৫০ বিজ্ঞানী, গবেষকের অভিমত!

প্রদীপ চক্রবর্তী

ভয়ংকর মারনব্যাধি করোনা ভাইরাস আগামী কিছুদিনের মধ্যেই হয়তোবা ভয়ংকর রুপ নিতে পারে। কেননা করোনা তার রং, রুপ, ধরন পাল্টাতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা বলছেন এখন বাতাসেও এই মারন ভাইরাস বিস্তার লাভ করছে। সোমবার দেশ বিদেশের প্রায় ২৫০ প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক অভিমত প্রকাশ করেছে যে করোনা খুব দ্রুত তার রুপ, ধরন পাল্টাচ্ছে।এই পাল্টানো স্বাভাবিক। কারন ভাইরাস সাইক্লিক অর্ডারে চলে থাকে। দিন দশেক আগেই একটি আন্তর্জাতিক বৈদুতিন সংবাদ সম্প্রচার মাধ্যম এক প্যানেল আলোচনায় এই তথ্য সামনে এনেছিল। এখন তা নিয়েই সর্বত্র চর্চা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। কেননা এর সাথে মানব সভ্যতা জড়িয়ে আছে। মানব সভ্যতা না থাকলে বিশ্বের আর কি থাকবে? এটা অত্যন্ত বাস্তব কথা। এই সবুজ পৃথিবীতে আলো, বাতাস, সূর্য, চন্দ্র, গ্রহ, জল, জীবনই তো সব। এখন কোভিড সব কেড়ে নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ,আইসিএম আর নিদান দিয়েছে Test-track-treat। এন্টিজেন পরীক্ষার মাধ্যমে তা করতে হবে।এটা করা হলে করোনা আক্রান্ত দ্রুত সনাক্ত হবে, এদের চিকিৎসা করা যাবে।একজন গবেষক সোমবার একথা বলছিলেন। তবে তাঁর বক্তব্য অনুযায়ী এতে ঝক্কি আছে। কেননা পরীক্ষা কালে অসংখ্য রোগী সনাক্ত হবে।তখন তাদের রাখাই বা কিভাবে হবে? এত কোয়েরাইনটাইন সেন্টারই কোথায় ? চিকিৎসক বা চিকিৎসা কর্মী কোথায়? এরাজ্যে তো এর অস্বাভাবিক অপ্রতুলতা রয়েছে। ভেন্টিলেটরও নেই।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন এখন থেকেই স্বেচ্ছাসেবক নিয়োগ করার। আশা কর্মীদের প্রশিক্ষণ দেয়া। একমাত্র তখনই করোনা মোকাবেলা করা সম্ভব হবে।অন্যথায় ভাইরাসের বিস্তার ঘটবে। শত শত লোকজন আক্রান্ত হবেন। আর বিশেষজ্ঞরা আরও বলেছেন, বাতাসে ভাইরাসের বিস্তার লাভ করছে। ভাইরাস মোকাবেলা বা বাতাস থেকে ভাইরাস যাতে না আসে তার জন্য মাক্স একমাত্র সহায় যতদিন ভ্যাকসিন না আসে। এখনতো বলা হচ্ছে বা দেখা যাচ্ছে যারা সুস্থ তাঁরাও করোনায় আক্রান্ত। পরীক্ষায় এরা সনাক্ত হচ্ছে।বিবিসি -র এক প্রতিবেদনে বলা হয়েছে করোনার উৎপত্তি, বিস্তার, সংক্রমন, তার ধরন, কিভাবে বিস্তার হচ্ছে, চিকিৎসা কিভাবে হবে তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএম আরকে নুতন ভাবে গাইড লাইন দেয়া জরুরি হয়ে পড়েছে। গতকাল যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যে করোনা গ্রাফ উদ্বেগজনক পর্যায়ে। শুধু পরিপূর্ণ লকডাউন সমস্যার সমাধান হতে পারেনা। আপাতত চেইন আটকানো সম্ভব।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.