সময় ভ্রমণের কাহিনী

অংশ দাস

January 18, 2026

স্কুলে শীতের দিনের বন্ধ যেহেতা সকালে ঘুম থেকে উঠে আমি বন্ধুদের সাথে চলে গেলাম খেলতে | আমরা সবাই মাঠে লুকাছুপি খেলছিলাম |

জঙ্গলে লুকানোর সময় পেলাম এক ডিভাইস | দেখতে অনেক পারোনো আর উপরে ধুলো পড়ে আছে | প্রথমত ডিভাইসটা দেখে ভাবলাম — " এটাকি কোনো টি.ভি নাকি কোনো ফ্রিজ্জের অংশ? "

ডিভাইসটার উপর ছিল এক ক্যালেন্ডারের মত আর পাশে এক সুইচ | ভুলবশত এটার পাশের সুইচটার মধ্যে টিপ পড়ে গেল এবং ডিভাইস চালু হয়ে যায় | চালু হওয়ার পর অনেক আলো চোখে পড়ে আর যখন চোখ খোললাম আমি দেখি অন্য কোথাও চলে এসেছি |

আমি অবাক হয়ে বললাম— " কোথায় চলে আসলাম আমি ! " | তারপর দেখা হয় আমার একটা ছেলের সাথে | তার সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসা করলাম এটা কোন সন | সে বলে যে এটা ১৯৬৫ সাল | আমি তখন মনে বলি— " সত্যি আমি কী সময়ে ভ্রমন করেছি !" |

আমি আমার সময়ের থেকে ৬০ বছর আগে চলে এসেছি | তখন নিজের সময়ে আবার ফেরার জন্য আমি তারিখ ঠিক দিয়ে ডিভাইসটিকে চালু করলাম | কিন্তু তখন ডিভাইসটি চালু অচ্ছিল না | আমি দুঃখিত হয়ে তখন জোড়ে ডিভাইটিকে নিক্ষেপ করি এবং এটা একটা গাছের সঙ্গে বারি খায় |

হঠ্যাৎ! চোখের সামনে সেই আলো আর আমি তখন অজ্ঞান হয়ে গেলাম | চোখ খোলার পর আমার বন্ধুরা আমার পাশে দারিয়ে আমায় উঠানোর চেষ্টা করছে | আমি যখন উঠলাম তারা বলে যে আমি নাকি বেহোস হয়ে পরেছিলাম | যখন তাদেরকে আমি এসব কথা বললাম , তারা বলে যে তুইতো বেহোস ছিলি তাই মনে হয় কোনো স্বপ্ন দেখেছিস |

তখন আমি ভাবলাম যে তাদেরকে আমি এই ডিভাইসটা দেখাব, কিন্তু সামনে কোনো ডিভাইস ছিলনা | সেটা যানি কোথাই, তা আর খুজে পেলাম না | রাত্রে বাড়ি গিয়ে ঘুমেনোর সময় মাথায় আবার সেই ভাবেনা চিন্তা আসছিল | আমি নিজেকেই প্রশ্ন করি যে আজ যা ঘটল তাকি সত্যি একটা স্বপ্ন না বাস্তবে ঘটল | যদি সত্যি সময়ে ভ্রমণ করা সম্ভব তাহলে আমি আবার ঐই সময়তে আবার যেতে চায় এবং সময় ভ্রমণের রহস্যটা বের করতে চাই |

অষ্টম শ্রেণি, ভবনস্ প্রিপুরা বিদ্যামন্দির

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.