রাজনীতিতে দেয়ালের লিখন সময়ে পড়তে না পারলে ইতিহাস ক্ষমা করে না
বিকচ চৌধুরী
প্রায় ছয় দশক আগে আমার ছাত্র জীবনে ত্রিপুরার 'দৈনিক সংবাদ'পত্রিকায় একটি নিবন্ধ লিখেছিলাম নাম ছিলো-"বাঙ কর্ণ ইতিহাস সুকর্ণ"।হঠাত আজ মনে পড়লো ।সেই নিবন্ধে প্রতিপাদ্য বিষয় ছিলো--সুকর্ণই ইন্দনেশিযার ইতিহাসে সুবর্ণ পুরুষ।তিনি তাই সগর্বে বলতে পারতেন--"I am Indonesia,if I want my people will eat stones."
কিন্তু ইতিহাসে তার পরিণতি আমরা দেখেছি।
রাজনীতিতে দেয়ালের লিখন সময়ে পড়তে না পারলে ইতিহাস ক্ষমা করে না।
গনতন্ত্রের ইতিহাসে মানুষের মনের কথা পড়তে না চেয়ে যদি কেউ অন্য কোন দার্শনিক চাপে নিয়ন্ত্রিত হয়ে কিম্বা নেহাত সব জান্তার গরিমায় ভুল সিদ্ধান্ত নেন তবে ইতিহাস ক্ষমা করে না।আর সময়ে ভুল স্বীকার করতে পারার মধ্যে কোনো গ্লানি নেই।কিন্তু রাজনীতির ক্ষেত্রে একমাত্র জ্যোতি বসুর মতো ইতিহাস পুরুষেরাই সময়ের ভুল সময়ে স্বীকার করতে পারেন।কেননা উদার গণতান্ত্রিক শ্রেষ্ঠ পরিবেশে তাঁরা জীবনের পাঠ গ্রহণ করেছিলেন।
কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোন গাটছড়া নেই। তবে ত্রিপুরার এক সামান্য অরাজনৈতিক সন্তান ও রাজনীতি বিজ্ঞানের সামান্য ছাত্র হিসেবে একটু বিশদে যেতে যাই।
ইতিহাস প্রসিদ্ধ আগরতলার রবীন্দ্র-স্মৃতি বিজড়িত রাজপ্রাসাদের -"উজ্জয়ন্ত" নামট