কোরোনায় শিশু চিকিৎসায় অশনি সংকেত, হাসপাতালে যেতে পারছেন না মায়েরা

প্রদীপ চক্রবর্তী

ইউনিসেফ বলছে আগামী ছয় মাস প্রতিদিন স্বাভাবিক সময়ের চাইতে অতিরিক্ত ছয় হাজার করে শিশুর মৃত্যু হওয়ার আশংকা রয়েছে। বাংলাদেশেই অতিরিক্ত ২৮ হাজার শিশু মৃত্যু হবে। মূলতঃ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে স্বাস্হ্য পরিষেবার উপর চাপ সৃষ্টি হওয়াতে শিশু চিকিৎসার বিষয়টি উপেক্ষিত হচ্ছে।

প্রতিবেশী বাংলাদেশে করোনার কারনে শিশু চিকিৎসার হার হ্রাস পেয়েছে। গতবছরের তুলনায় এবছর শিশু চিকিৎসার হার ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। মহামারী যেভাবে দাপট বৃদ্ধি করে চলেছে তা অব্যাহত থাকলে ৫ বছর বয়সী বা তার কম বয়সী ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে মহামারীর যদি আরো অবনতি হয় তাহলে ১১৮ টি দেশে স্বাস্হ্যসেবা বিঘ্নিত হয়ে ১২ লাখ শিশু-র মৃত্যু ঘটতে পারে বলে আভাষ দেওয়া হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে ১১৮ টি দেশে ১,৪৪,০০০ মায়েদের মৃত্যু হবে। এর সাথে যুক্ত হবে আরো ৫৬,৭০০ মায়ের মৃত্যু।

কোভিড-১৯ চিকিৎসার ফলে স্বাস্হ্য পরিষেবার উপর এমনিতেই চিকিৎসা ব্যবস্হার উপর চাপ পড়েছে। এই চাপ আরো অনেক বৃদ্ধি পেয়ে যাবে। কোভিড এর ফলে মানবসম্পদ এর উপর চাপ পড়েছে। টান ধরছে অর্থনীতি তে। বহু মা, বিশেষ করে সন্তান সম্ভবা মা চিকিৎসা কেন্দ্রে আসতে পারছেনা। স্বাভাবিক ভাবেই এঁরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.