বিশ্বের ১৮৭ টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে, গত ২৫ দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে
প্রদীপ চক্রবর্তী
আন্তর্জাতিক নারী দিবসে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্হাপনা শাখা জানিয়েছে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২ লক্ষ ৭৮ হাজার ৭৫৬ জন প্রান হারিয়েছে। ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ৪০ লক্ষ ৮ হাজার ৪৯৭ জনের। বিশ্বের ১৮৭ টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে।
হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা অনুযায়ী গত ২৫ দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ ১৫ ই এপ্রিল সনাক্ত রোগী ছিল ২০ লক্ষ। এখন দিনে রোগী সনাক্ত হচ্ছে দৈনিক গড়ে ৮০ হাজার করে।
যুক্তরাষ্ট্রে এখন সনাক্ত রোগী ১৩ লক্ষ ৭ হাজার ৬৭৬। মৃত্যুর সংখ্যাও বেশী যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৮ জনের।
সনাক্ত রোগীর সংখ্যা স্পেন এ ২,২২৮৫৭, ইতালিতে ২,১৮,২৬৮, যুক্তরাজ্য ২১৬৫২৫ ও রাশিয়া ১,৯৮,৬৭৬। রাশিয়াতে সংক্রমন এখন দ্রুত বাড়ছে।
ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, তুরস্ক ও ইরানে সনাক্ত রোগীর সংখ্যা একলাখের উপরে। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রৈর পরেই যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স,স্পেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮৩৯৭৬ জন। সুস্থ হয়েছেন ৮০হাজার। মৃত্যু হয়েছে মাত্র ৪৬৩৭ জনের।
এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লক্ষ ৬৯ হাজার ৫৫৩ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে ২ লাখ ১২ হাজার ৫৩৪ জন। জার্মান, স্পেন, ইতালী ও তুরস্ক এ যথাক্রমে সুস্থ হয়েছেন ১৪৩৩০০, ১৩৩৯৫২, ১০৩০৩১ এবং ৮৯৪৮০ জন।