দিনদিন সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে, বিপদের বার্তা স্পষ্ট
প্রসেনজিৎ চক্রবর্তী
পরিস্থিতি দিনদিন ভয়াবহ হয়ে উঠছে। অনেক কিছুই আওতার বাইরে চলে যাচ্ছে। সমাধানে দায়িত্বপ্রাপ্তরা বুঝতেই পারছেনা। বিভিন্ন বিষয়ের গভীরতা এবং গম্ভীরতা অনুভব করার মতো ক্ষমতা আছে এমন কাউকে দেখা যাচ্ছেনা। ফলতঃ উদ্বেগ-উৎকন্ঠা ক্রমবর্ধমান।
প্রতিদিন বিভিন্ন অংশের মানুষের যে নিদারুন অভিজ্ঞতার কথা কানে আসে তা কোনমতেই সুখকর নয়। সমাধানের দায়িত্বপ্রাপ্তরাই সমস্যা তৈরী করছেন। রাস্তা দেখাবার দায়িত্বপ্রাপ্তরাই রাস্তা বন্ধ করছেন। এটাই ভীষন রকম আপত্তিজনক।
কারুর কারুর আচরন দেখে মনে হচ্ছে সবার, যেন সবকিছুই একটা এন্টারটেনমেন্ট। একটা বিলাসিতা। একটা জন্ম-জন্মান্তরের সুখভোগের ব্যবস্থা। সমস্যাগুলো যেন রসিকতার বিষয়।
ভিক্ষান্নে প্রতিপালিত চাটুকার-তাবেদার পৃথিবীর সর্বত্র সবকালেই থাকে। চাটুকাররা কবরে বসেও মহানতার নকল ছবি আঁকে। ওরা আঁকে কারন এটা করেই ওদের পেট চলে।
গোপাল ভাঁড়রা ভাঁড়ামো করে কারন উচ্ছিষ্ট রোজগার এর ওপরেই নির্ভর করে। এটা চিরকাল চলে এসেছে।
কিন্তু চাটুকার-তাবেদার-গোপাল ভাঁড়দের আঁকা ছবি যে নকল তা সবাই জানে। তাদের কথায় কেউ মত গঠন করেনা। সবকিছু যে ঠিক নেই।(সূত্রঃ ফেইসবুক)