ভারতে এখন সন্তান সম্ভবা কমপক্ষে দুই কোটি, এঁরা আগামী কয়েক মাসের মধ্যে মা হবেন
প্রদীপ চক্রবর্তী
এখন বিশ্বজুড়ে করোনা কাল।এই ক্রান্তিকালে ইউনিসেফ খবর দিয়েছে ভারতে এখন সন্তান সম্ভবা কমপক্ষে দুই কোটি। এঁরা আগামী কয়েক মাসের মধ্যে মা হবে। চীনে মা হতে পারেন অন্তত এক কোটি পঁচিশ লাখ নারী।
এই তথ্য জানিয়েছে জাতিসংঘ র শাখা ইউনিসেফ। তাদের বক্তব্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে অন্যান্য অনেক দেশের মত ভারতেও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যক্রম ঢিলেঢালা হয়ে পড়েছে।সেসব কারনে হাসপাতাল, নার্সিংহোমে করুনা সংক্রমন সম্পর্কিত চিকিৎসা পরিষেবা প্রাধান্য পাচ্ছে। স্বাভাবিক ভাবেই মা ও গর্ভবতীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে না এলে শিশু,মা যথাযথ চিকিৎসা নাও পেতে পারেন। বেশী সন্তানের জন্ম হতে পারে ভারতেই। অন্তত দুই কোটি নারী মা হতে পারেন।
আগামী দশ ই মে আন্তরজাতিক নারী দিবস।মাতৃদিবসের প্রাক্কালে আজ ইউনিসেফ এই রিপোর্ট প্রকাশ করেছে।এঁরা বলছে আগামী ডিসেম্বরে র মধ্যে গোটা বিশ্বে অন্তত এগার কোটিরও বেশি সন্তান পৃথিবীর আলো দেখবে।
ফিনান্সিয়াল এক্সপ্রেস ইউনিসেফের কার্যকারী অধিকর্তা র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গর্ভবতী মহিলাদের এখন থেকেই যত্ন নেয়া উচিত। তাঁর মতে করোনা ভাইরাস সংক্রমণের জন্য বহু হাসপাতালে করোনা সংক্রমনের চিকিৎসা চলছে আবার অনেক হাসপাতাল বন্ধ রয়েছে সংক্রমনে র জন্য।