আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স : সভ্যতার সংকট
অনুরাগ বর্দ্ধন
December 20, 2025
বর্তমান যুগকে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলা হয়। এই যুগের সবচেয়ে আলোচিত আবিষ্কার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে যন্ত্র মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে পারে। চিকিৎসা, শিক্ষা, কৃষি, ব্যবসা—সব ক্ষেত্রেই এআই আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এর উপকারিতার পাশাপাশি কিছু গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে, যা সভ্যতার জন্য সংকট সৃষ্টি করতে পারে। এআই ব্যবহারের ফলে অনেক কাজ খুব দ্রুত ও সহজে করা সম্ভব হচ্ছে। রোগ নির্ণয়, অনলাইন শিক্ষা, স্বয়ংক্রিয় যানবাহন—সবকিছুতেই এআই মানুষের জীবনকে আরামদায়ক করেছে। কিন্তু এর নেতিবাচক দিকও কম নয়। সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থানের সংকট। অনেক ক্ষেত্রে মানুষের কাজ এখন যন্ত্র করছে, ফলে বহু মানুষ কাজ হারাচ্ছে।
এছাড়া এআই-এর অতিরিক্ত ব্যবহারে মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এআই-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য সহজেই অপব্যবহার করা সম্ভব, যা সমাজের জন্য ভয়ংকর। আরও একটি বড় আশঙ্কা হলো, ভবিষ্যতে এআই যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা মানব সভ্যতার জন্য বিপদ ডেকে আনতে পারে। যন্ত্র যদি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে, তাহলে মানবিক মূল্যবোধ হারিয়ে যেতে পারে। অতএব, এআই অবশ্যই উন্নতির একটি বড় মাধ্যম, কিন্তু এর সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার অত্যন্ত জরুরি। মানবিক বিবেচনা ও নৈতিকতার সঙ্গে এআই ব্যবহার করা গেলে তবেই সভ্যতা রক্ষা পাবে। না হলে এই প্রযুক্তিই একদিন সভ্যতার সংকটের কারণ হয়ে উঠতে পারে।
নবম শ্রেণি, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.
This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.
So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)
আরও পড়ুন...