যুব নায়ক স্বামী বিবেকানন্দ

অনির্বাণ দেবনাথ

January 19, 2025

যেভাবে একটি মানবদেহ কোনদিন শিরদাঁড়া ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক সেই ভাবে আমাদের সমাজ সঠিক শিক্ষায় শিক্ষিত যুবকদের ছাড়া কোনোদিন সঠিকভাবে দাঁড়াতে পারবে না। ১২ই জানুয়ারি ১৮৬৩ সালে কলকাতার একটি ছোট্ট গ্রামে শ্রী বিশ্বনাথ দত্ত এবং শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন নরেন। নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পথটি সহজ ছিল না। স্বামীজি বিশ্বাস করতেন যে একটা সমাজ সঠিকভাবে দাঁড় করানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যুবকদের, তাই তিনি এটাও বিশ্বাস করতেন যে দেশের প্রত্যেকটা যুবকের সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তিনি তাঁর বিভিন্ন বাণী এবং ভাষণের দ্বারা আমাদের বারংবার মনে করিয়ে দিয়েছে যে প্রকৃত শিক্ষা কি? উঁনি বলেছেন, প্রকৃত শিক্ষা হচ্ছে সেটাই যেটা একটা ব্যক্তিত্বকে মানুষ রূপে পরিণত করে যেটা একটা ব্যক্তিত্ব কেবল পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে সেটাকে শিক্ষা বলা হয় না।শিক্ষা হচ্ছে সেটাই যেটা একটা মানুষের মধ্যে জাগিয়ে তোলে মানবিকতা মানুষকে শেখায় কীভাবে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর অহংকার করা যায়, শেখায় কীভাবে নিজের পরম্পরাকে সময় সাথে পুনরাবৃত্তি করা যায়, যেটা একটা ব্যক্তিত্বকে কেবল পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে না শিক্ষিত করে তোলে বিভিন্ন শিল্পে নাচে-গানে আবৃত্তিতে এবং আরো অনেক কিছু। কিন্তু আজকালকার দিনে সেটা কি আমরা প্রকৃতপক্ষে মানি আমি বলব 'না' কারণ এখন প্রতিটা মা-বাবা তার সন্তানের একটা সুরক্ষিত ভবিষ্যৎ কামনায় তার প্রকৃত প্রতিভা বিচার না করে তাদের পছন্দমত এক গণ্ডির মধ্যে চলতে বাধ্য করেএতে এক অসামান্য যুবশক্তি ধ্বংস হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ কোনো গুণ থাকে সময়ের সাথে সাথে প্রত্যেক মানুষ তার মধ্যে থাকা সে গুণের খোঁজ পায় কিন্তু যদি সময়ের আগেই তাকে কোন এক পূর্বনির্ধারিত গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয় তাহলে সে তার ওই গুনটার খোঁজ পায় নাপ্রত্যেকটা মানুষ মধ্যে হয়তো সমান ধরনের গুণ থাকে না কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে নিশ্চয়ই কোন না কোন গুণ থাকে শুধু সেটাকে খুঁজে নেওয়ার অপেক্ষা।

তাই আজকে আমি অবশেষে বলবো যে আমরা যদি একটা মাছকে তার গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করি তাহলে হয়তো আমরা সারা জীবনই বলে যাব যে মাছটা একটা অপদার্থ এটার কোন গুণ নেই, কিন্তু আমরা যদি সঠিকভাবে চোখটা মেলে দেখি যে মাছটা হয়তো গাছে উঠতে পারে না কিন্তু মাছটা খুব ভালো সাঁতার কাটতে পারে, তাহলে আমরা বুঝতে পারব যে মাছটার মধ্যেও এক খুবই অদ্ভুত গুণ আছে ঠিক সেভাবে একটা মানুষ একটা যুবক হয়তো কোন একটা কাজে পারদর্শী নয়; তারমানে এটা নয় যে সে কোন কাজেই পারদর্শী নয়। তার মধ্যে অবশ্যই কোন না কোন গুণ আছে তাই প্রত্যেকটা যুবকের পূর্ব নির্ধারিত গণ্ডি ভেঙ্গে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া আজকের দিনে খুবই দরকার।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.